গলফ যে একটা খেলা তা এক সময় এদেশের মানুষের অজানা ছিল। বৃটিশ বা পাকিস্তান আমলে ঢাকায় গলফ খেলা হতো রেসকোর্স ময়দান বা রমনা পার্কে। এলিট শ্রেণির লোকেরাই এ খেলা খেলতেন। বিশেষ করে ঢাকার জমিদার পরিবারে গলফ খেলায় আলাদা আগ্রহ ছিল। প্রতি রবিবার ভোর বেলা থেকেই গলফের আসর বসত। স্বাধীনতার পর গলফে কিছু টুর্নামেন্টও শুরু হয়। কুর্মিটোলায় গলফ খেলার জন্য আধুনিক কোর্সও গড়ে ওঠে। তবে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় ছুটির দিনে নিয়মিত গলফ খেলায় অংশ নিলে ক্রীড়ামোদীরা গলফকে ভালোভাবে চিনে ফেলেন। পত্রিকায় গলফের নিউজ প্রকাশ হওয়ায় আলাদা একটা আগ্রহের সৃষ্টি হয়। আর গলফকে জনপ্রিয় করার পেছনে মূল ভূমিকা রাখে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
অধিকাংশ আসরের আয়োজন হয় এ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায়। এ থেকেই গলফ পরিচিত হয়ে উঠে দেশব্যাপী। আর সিদ্দিকুর রহমান দেশের বাইরে সাফল্য পাওয়াতে গলফ এখন দেশের অন্যতম জনপ্রিয় খেলা। বলা যায় ক্রিকেট, ফুটবল ও হকির পরেই এখন গলফের অবস্থান।
তারপরও এ খেলাকে ভালোভাবে জাগিয়ে তুলতে দেশে বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রয়োজন ছিল। কিন্তু কিভাবে হবে, এ জন্য দরকার প্রচুর অর্থের। শেষ পর্যন্ত সেই বসুন্ধরা গ্রুপই এগিয়ে এলো। ২৭-৩০ মে পর্যন্ত ঢাকায় কুর্মিটোলা গলফ কোর্সে বসবে এশিয়ান ট্যুরের আসর।
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় যে টুর্নামেন্ট কোর্সে গড়ানোর অপেক্ষায় রয়েছে তার নামকরণ করা হয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। বাংলাদেশে গলফের এশিয়ান ট্যুর হবে যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আর এ স্বপ্ন পূরণ হতে চলেছে বসুন্ধরা গ্রুপের কারণে। বসুন্ধরা শুধু গলফ নয় অন্যান্য খেলাতেও নিয়মিত স্পন্সর করে আসছে। ক্রীড়াঙ্গনে অবকাঠামো নির্মাণের পেছনেও বড় ভূমিকা রাখছে। গলফে এর আগে বাংলাদেশে এত বড় মাপের টুর্নামেন্ট করতে স্পন্সর খুঁজে পাওয়া যায়নি। এর আগে ৭৫ হাজার ডলার প্রাইজমানির টুর্নামেন্ট হয়েছিল। যেখানে কিনা এশিয়ান ট্যুরে প্রাইজমানি ৩ লাখ ডলার। শুধু এবার নয় টানা তিন বছরের জন্য এই আসরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এশিয়ান ট্যুর চেয়ারম্যান কাই-লা হ্যান বলেছেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে এশিয়ান ট্যুর হতে যাচ্ছে দেখে আমি ভীষণ আনন্দিত।’ আর এ জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বসুন্ধরা গ্রুপকে। কারণ এই প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বলে আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
কাই-লা হ্যান আশা প্রকাশ করেছেন বসুন্ধরা বাংলাদেশ ওপেন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলবে। টুর্নামেন্টে বিখ্যাত গলফাররা খেলবেন, আর তা দেখে বাংলাদেশের তরুণদের গলফের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। এতে করে নতুন প্রতিভার সন্ধানও মিলবে বলে কা-লা হ্যান আশা প্রকাশ করেন। টুর্নামেন্ট কোর্সে গড়ানোর আগেই ক্রীড়াঙ্গনে বসুন্ধরা বাংলাদেশ ওপেন সাড়া ফেলে দিয়েছে। ঢাকায় ১৯৭৮ সালে এশিয়ান যুব ফুটবল চূড়ান্ত পর্ব, ১৯৮৫ এশিয়া কাপ হকি, ১৯৮৮ এশিয়া কাপ ক্রিকেট ও ১৯৯৮ সালে ক্রিকেটে নকআউট বিশ্বকাপের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছিল দেশের ক্রীড়াঙ্গনে।
এশিয়ান ট্যুরকে ঘিরে একই অবস্থা দেখা যাচ্ছে। কিছুদিন আগে ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের জমজমাট সিরিজ অনুষ্ঠিত হলেও এখন আলোচনা শুধু গলফকে ঘিরে। বসুন্ধরা গ্রুপ অসম্ভবকে সম্ভব করেছে। এশিয়ান ট্যুর টুর্নামেন্ট বাংলাদেশের গলফকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা ক্রীড়ামোদীদের।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
গলফ ঘিরেই যত আলোচনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর