গলফ যে একটা খেলা তা এক সময় এদেশের মানুষের অজানা ছিল। বৃটিশ বা পাকিস্তান আমলে ঢাকায় গলফ খেলা হতো রেসকোর্স ময়দান বা রমনা পার্কে। এলিট শ্রেণির লোকেরাই এ খেলা খেলতেন। বিশেষ করে ঢাকার জমিদার পরিবারে গলফ খেলায় আলাদা আগ্রহ ছিল। প্রতি রবিবার ভোর বেলা থেকেই গলফের আসর বসত। স্বাধীনতার পর গলফে কিছু টুর্নামেন্টও শুরু হয়। কুর্মিটোলায় গলফ খেলার জন্য আধুনিক কোর্সও গড়ে ওঠে। তবে হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় ছুটির দিনে নিয়মিত গলফ খেলায় অংশ নিলে ক্রীড়ামোদীরা গলফকে ভালোভাবে চিনে ফেলেন। পত্রিকায় গলফের নিউজ প্রকাশ হওয়ায় আলাদা একটা আগ্রহের সৃষ্টি হয়। আর গলফকে জনপ্রিয় করার পেছনে মূল ভূমিকা রাখে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।
অধিকাংশ আসরের আয়োজন হয় এ প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায়। এ থেকেই গলফ পরিচিত হয়ে উঠে দেশব্যাপী। আর সিদ্দিকুর রহমান দেশের বাইরে সাফল্য পাওয়াতে গলফ এখন দেশের অন্যতম জনপ্রিয় খেলা। বলা যায় ক্রিকেট, ফুটবল ও হকির পরেই এখন গলফের অবস্থান।
তারপরও এ খেলাকে ভালোভাবে জাগিয়ে তুলতে দেশে বড় ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রয়োজন ছিল। কিন্তু কিভাবে হবে, এ জন্য দরকার প্রচুর অর্থের। শেষ পর্যন্ত সেই বসুন্ধরা গ্রুপই এগিয়ে এলো। ২৭-৩০ মে পর্যন্ত ঢাকায় কুর্মিটোলা গলফ কোর্সে বসবে এশিয়ান ট্যুরের আসর।
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় যে টুর্নামেন্ট কোর্সে গড়ানোর অপেক্ষায় রয়েছে তার নামকরণ করা হয়েছে বসুন্ধরা বাংলাদেশ ওপেন। বাংলাদেশে গলফের এশিয়ান ট্যুর হবে যা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। আর এ স্বপ্ন পূরণ হতে চলেছে বসুন্ধরা গ্রুপের কারণে। বসুন্ধরা শুধু গলফ নয় অন্যান্য খেলাতেও নিয়মিত স্পন্সর করে আসছে। ক্রীড়াঙ্গনে অবকাঠামো নির্মাণের পেছনেও বড় ভূমিকা রাখছে। গলফে এর আগে বাংলাদেশে এত বড় মাপের টুর্নামেন্ট করতে স্পন্সর খুঁজে পাওয়া যায়নি। এর আগে ৭৫ হাজার ডলার প্রাইজমানির টুর্নামেন্ট হয়েছিল। যেখানে কিনা এশিয়ান ট্যুরে প্রাইজমানি ৩ লাখ ডলার। শুধু এবার নয় টানা তিন বছরের জন্য এই আসরের দায়িত্ব নিয়েছে বসুন্ধরা গ্রুপ। এশিয়ান ট্যুর চেয়ারম্যান কাই-লা হ্যান বলেছেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশে এশিয়ান ট্যুর হতে যাচ্ছে দেখে আমি ভীষণ আনন্দিত।’ আর এ জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন বসুন্ধরা গ্রুপকে। কারণ এই প্রতিষ্ঠান এগিয়ে এসেছে বলে আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
কাই-লা হ্যান আশা প্রকাশ করেছেন বসুন্ধরা বাংলাদেশ ওপেন বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলবে। টুর্নামেন্টে বিখ্যাত গলফাররা খেলবেন, আর তা দেখে বাংলাদেশের তরুণদের গলফের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। এতে করে নতুন প্রতিভার সন্ধানও মিলবে বলে কা-লা হ্যান আশা প্রকাশ করেন। টুর্নামেন্ট কোর্সে গড়ানোর আগেই ক্রীড়াঙ্গনে বসুন্ধরা বাংলাদেশ ওপেন সাড়া ফেলে দিয়েছে। ঢাকায় ১৯৭৮ সালে এশিয়ান যুব ফুটবল চূড়ান্ত পর্ব, ১৯৮৫ এশিয়া কাপ হকি, ১৯৮৮ এশিয়া কাপ ক্রিকেট ও ১৯৯৮ সালে ক্রিকেটে নকআউট বিশ্বকাপের আয়োজন ব্যাপক সাড়া ফেলেছিল দেশের ক্রীড়াঙ্গনে।
এশিয়ান ট্যুরকে ঘিরে একই অবস্থা দেখা যাচ্ছে। কিছুদিন আগে ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তানের জমজমাট সিরিজ অনুষ্ঠিত হলেও এখন আলোচনা শুধু গলফকে ঘিরে। বসুন্ধরা গ্রুপ অসম্ভবকে সম্ভব করেছে। এশিয়ান ট্যুর টুর্নামেন্ট বাংলাদেশের গলফকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা ক্রীড়ামোদীদের।
শিরোনাম
- শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
- শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে উচ্ছ্বসিত ইয়ামাল
- ‘ভীতিকর’ গোয়েন্দা তথ্য পেয়ে মোদিকে ফোন করেন জেডি ভ্যান্স, থামে ভারত-পাকিস্তান যুদ্ধ
- এল ক্লাসিকোতে শতবর্ষের ইতিহাস ভেঙে নতুন গল্প
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- 'রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো'
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
গলফ ঘিরেই যত আলোচনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর