বাংলাদেশ ক্রিকেটের দেশ। ১৬ কোটি মানুষ ক্রিকেটের সাফল্যে হাসেন, আবার ব্যর্থতায় তারা আবেগাপ্লুত হয়ে কেঁদেও ফেলেন। ক্রিকেট এদেশের মানুষের অস্থিমজ্জায় জায়গা করে নিয়েছে। ফুটবল-হকি নিয়ে খুব একটা মাতামাতি নেই। সত্তর-আশির দশকের যৌবনোদ্দীপ্ত ফুটবল-হকি এখন অতীতের সুখের স্মৃতি মাত্র! কিন্তু ২০১০ সালে আচমকা এক খবরে ক্রীড়ামোদীদের চোখ ছানাবড়া!
গলফের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা এশিয়ান ট্যুরের ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। তারপর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে গলফের জনপ্রিয়তা। সাকিব-তামিম-মাশরাফি-মুশফিকদের মতো সিদ্দিকুরও এখন তরুণ প্রজন্মের ‘রোল মডেল’!
ব্রুনাই ওপেন জয়ের পর দেশে তো বটেই সিদ্দিকুরকে নিয়ে তোলপাড় ছিল গোটা এশিয়া! গলফবিশ্বে অভূতপূর্ব সাড়া ফেলেন সিদ্দিকুর রহমান। ক্রিকেটপাগল এক দেশে হঠাৎ এক তরুণের গলফ দুনিয়া জয় করা তো আর চাট্টিখানি কথা নয়!
এরপর বিশ্বের বাঘা বাঘা গলফারদের নাকানি-চুবানি খাইয়ে ভারতের হিরো ইন্ডিয়ান ওপেন জয় করেন দেশসেরা গলফার। সিদ্দিকুর অংশগ্রহণ করেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গলফের বিশ্বকাপেও! শুধু ক্রিকেটের দেশ নয়, এখন গলফের দেশ হিসেবেও বাংলাদেশের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ছে। ক্রিকেট-ফুটবল-হকির পাশাপাশি এখন গলফার হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের তরুণরা।
গলফকে এক সময় ভাবা হতো অভিজাত শ্রেণির খেলা। কিন্তু অতি সাধারণ ঘরের ছেলে সিদ্দিকুরের ক্যারিশমায় এখন মধ্যবিত্ত ঘরের ছেলেরাও গলফার হওয়ার স্বপ্ন দেখে। দেশে যেভাবে দ্রুত গলফের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে, যেভাবে তরুণরা গলফের প্রতি আগ্রহী হচ্ছে, এভাবে চলতে থাকলে হয়তো অদূর ভবিষ্যতে ফুটবল-হকিকে টপকে গলফই হবে ক্রিকেটের পর দ্বিতীয় জনপ্রিয় খেলা!
গলফের এই জনপ্রিয়তাকে আকাশচুম্বী করতে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ট্যুর। টুর্নামেন্টটির নাম ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন’। দেশের মাটিতে গলফের এতো বড় একটা প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে, দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ এগিয়ে এসেছে বলে। আর বসুন্ধরা গ্রুপের ঐকান্তিক প্রচেষ্টায় স্বপ্ন পূরণ হতে চলেছে সিদ্দিকুর রহমানেরও।
২০১০ সালে ব্রুনাইয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই মনে স্বপ্নের বীজ বপন করেছিলেন সিদ্দিকুর, একদিন ঘরের কোর্সে এশিয়ান ট্যুরের প্রতিযোগিতায় অংশ নেবেন। সেই স্বপ্ন এখন বাস্তবের পথে। এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিদ্দিকুর রহমান বলেছেন, ‘আমার স্বপ্ন ছিল দেশের মাটিতে এশিয়ান ট্যুরের প্রতিযোগিতায় অংশ নেওয়া। সে স্বপ্ন এখন পূরণ হচ্ছে। এতো বড় একটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়া, সত্যি আমার দেশও গলফের জন্য অনেক বড় বিষয়। আমি জানি, এই প্রতিযোগিতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। দর্শকদের আগ্রহও ব্যাপক। ধীরে ধীরে বাংলাদেশে গলফের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে আমার ভাবতেই ভালো লাগছে যে, আমি আমার ঘরের কোর্সে এশিয়ান ট্যুরের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।’ সিদ্দিকুর বলেন, ‘বাংলাদেশে গলফ এখন অনেক পরিচিত। অনেক মানুষ যখন আমাকে অনুপ্রেরণা দেয়, তখন ভালোই লাগে।’
বসুন্ধরা বাংলাদেশ ওপেন শুরু হবে ২৭ মে। পর্দা নামবে ৩০ মে। আয়োজনের প্রস্তুতিও শেষের পথে। তবে আয়োজক হিসেবে বাংলাদেশ শুধু সফল আয়োজনের মধ্যদিয়েই সাফল্য পেতে চায় না, দৃষ্টি শিরোপার দিকেও। তবে সেরা সেরা গলফারদের হতাশ করে শিরোপা জয় করা তো সোজা কথা নয়! কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখছে না আয়োজকরা। এজন্য কোচ নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া থেকে। গলফাররা যাতে বাইরের বড় বড় তারকা গলফারদের সামনে নিজেদের পারফরম্যান্স তুলে ধরতে কোনো রকম অস্বস্তিবোধ না করেন এজন্য দক্ষিণ আফ্রিকা থেকে মনোবিদ আনা হয়েছে।
বসুন্ধরা বাংলাদেশ ওপেনে যারা অংশ নেবেন সেই ৩০ গলফার অস্ট্রেলিয়ান কোচ ড. অ্যান্ড্র– আর্গাসের তত্ত্বfবধানে দুই সপ্তাহের অনুশীলন কর্মসূচিতে অংশ নিয়েছেন। গলফারদের মানসিক শক্তি বৃদ্ধির জন্য সার্বক্ষণিক কাজ করছেন মনোবিদ ক্রিস হোল্ডেন। দুই সপ্তাহের কর্মসূচি শেষ হয়েছে। গলফাররা এখন চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তবে যার দিকে তাকিয়ে দেশবাসী সেই সিদ্দিকুর কিন্তু এই অনুশীলনে অংশ নেননি। তিনি এখন রয়েছেন মরিশাসে। তবে আগে আর্গাসের তত্ত্বাবধানে অনুশীলন করেছেন সিদ্দিকুর। এই কোচের প্রশিক্ষণ নিয়েছেন এশিয়ার ট্যুরের ‘অর্ডার অব মেরিটে’র (বার্ষিক আয়ে সেরা) শীর্ষ গলফার ভারতের অনিবার্ণ লাহিরিও। এমন উঁচুমানের প্রশিক্ষক দিয়ে অনুশীলন করার পর শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আয়োজকরা। সিদ্দিকুরের পাশাপাশি দেশবাসীর দৃষ্টি থাকবে তারকা গলফার জামাল হোসেন, দুলাল হোসেন ও সজীব হোসেনের দিকেও। কিংবা বাকি গলফারদের মধ্যেও জিতে যেতে পারেন শিরোপা! তবে সিদ্দিকুরই হোক কিংবা বাকি ৩০ গলফারের কেউ, বসুন্ধরা বাংলাদেশ ওপেনের শিরোপা বাংলাদেশই জিতুক -এমন প্রত্যাশা দেশবাসীর।
শিরোনাম
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
বসুন্ধরা বাংলাদেশ ওপেন
পূরণের পথে সিদ্দিকুরের স্বপ্ন
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর