বদলে যাচ্ছে ভারতীয় ক্রিকেট! কীভাবে? সব থাকছে। শুধু পাল্টে যাচ্ছে খোলস। শ্রীনিবাসনের হাতে গড়া খোলস পাল্টে দিচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি জাগমোহন ডালমিয়া। ডালমিয়া দায়িত্ব নেওয়ার সময়ই বুঝা গিয়েছিল, শ্রীনির সবকিছুকে তিনি উপরে ফেলে ছুড়ে ফেলবেন ভারত মহাসাগরে। তাই করছেন ডালমিয়া। শ্রীনির ঘনিষ্ঠজনদের সরিয়ে সেখানে বসাচ্ছেন নিজের লোকদের। সে ধারায় এবার যোগ হচ্ছেন ভারতীয় ক্রিকেটের তিন রত্ন- শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও রাহুল দ্রাবিড়। তিন সাবেক অধিনায়ককে ভারতীয় ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করছে সে দেশের ক্রিকেট বোর্ড। শুধু সম্পৃক্ততাই নয়, তিনজনের মেধাকে কাজে লাগিয়ে ভারতীয় ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পরিকল্পনাও করেছে। এ কার্যক্রমের অংশ হিসেবে আগামী মাসে বাংলাদেশ সফরে ভারতীয় দলের সুপার কোচ হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে। গাঙ্গুলীর অন্তর্ভুক্তিতে বাদ পড়ছেন রবী শাস্ত্রী। ডিরেক্টর পদ থেকে শাস্ত্রীকে বাদ দেওয়ার অজুহাত, তিনি শ্রীনির লোক।
২৪ মে আইপিএলের ফাইনাল। অথচ সেদিনই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যুগান্তকারী এক সিদ্ধান্ত নিতে পারে। সেদিন গঠিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন কমিটি। সেই কমিটিতে আসছেন ডালমিয়ার ঘনিষ্ঠ বলে পরিচিত গাঙ্গুলী। আসছেন দুই ভারত ক্রিকেট রত্ন টেন্ডুলকার ও দ্রাবিড়। টেন্ডুলকার সরাসরি জড়িত না থাকলেও বিশেষজ্ঞ প্যানেলে থাকবেন, কোনো সন্দেহ নেই। দ্রাবিড়কে দায়িত্ব দেওয়া হচ্ছে অনূর্ধ্ব-১৯ দলের এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমির। গাঙ্গুলীকে বানানো হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজারের মতো। বাংলাদেশ সফরের আগে, ভারতীয় দলের কোচ চূড়ান্ত হচ্ছে না বলেই গাঙ্গুলীকে দেখা যাবে চূড়ান্ত পদে। পদটি সুপার কোচ।
টেন্ডুলকার, গাঙ্গুলী ও দ্রাবিড়ের অন্তর্ভুক্তি ক্ষমতা কেটে ফেলছে মহেন্দ্র সিং ধোনীর। ধোনীর ক্ষমতা এখন এতটাই যে, কোনো কমিটি গঠন করার আগে ধোনীর সঙ্গে পরামর্শ করতে হয়। কিন্তু নতুন কমিটি সে পথে হাঁটছে না। ক্রিকেট সংক্রান্ত কোনো বিষয়েই এখন থেকে আর ধোনীর কোনো পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না।