আর দিন কয়েক পরই বাংলাদেশের গলফে নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। প্রথমবারের মতো দেশে আয়োজিত হতে যাচ্ছে এশিয়ান ট্যুর টুর্নামেন্ট 'বসুন্ধরা বাংলাদেশ ওপেন'। এ আয়োজনকে ঘিরে এরই মধ্যে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। ২৩টি দেশের মোট ১৫০ জন গলফার অংশ নেবেন এ টুর্নামেন্টে। এ টুর্নামেন্টে খেলতে আসছেন থাইল্যান্ডের গলফ কিংবদন্তি থওর্ন উইরাচান্ত। আসছেন যুক্তরাষ্ট্রের পল পিটারসন, সিঙ্গাপুরের মারডান মামাত, শ্রীলঙ্কার মিথুন পেরেরা আর ভারতের রশিদ খানদের মতো সেরা গলফাররা। সিদ্দিকুর, জামাল, দুলাল কিংবা সজীবরা পারবেন তো বিশ্বের সেরা সেরা গলফারের সঙ্গে লড়াই করে শিরোপা ঘরে তুলতে! বাংলাদেশ গলফ ফেডারেশনের কো-অর্ডিনেটর মেজর (অব.) মাহমুদুর রহমান চৌধুরী আশা প্রকাশ করলেন টুর্নামেন্টের শিরোপা থাকবে বাংলাদেশেই। এর কারণটাও ব্যাখ্যা করলেন তিনি।
বিশ্বের সেরা দশজন গলফ কোচের মধ্যে একজন অ্যান্ড্রু স্ট্রাউস। বেশ কয়েক দিন ধরে তিনি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন বাংলাদেশের গলফারদের। কীভাবে কোর্সে ধৈর্য রাখতে হয়। কীভাবে সুইং করাতে হয়। নির্দিষ্ট লক্ষ্য অর্জনে স্থির রাখতে হয় নিজেকে। এসব হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্যই তাকে নিয়ে আসা হয়েছে। গতকাল শেষ হয়েছে জামাল-দুলালদের হাতে-কলমে শিক্ষা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীন চলেছে এই প্রশিক্ষণ। সঙ্গে ছিল মনোবিদ ড. ক্রিসের লেকচার। বাংলাদেশের গলফারদের যোগ্যতা এবং মানসিক শক্তি মিলে বর্তমান অবস্থা পুরোপুরিই ভিন্ন রকমের। আকাশচুম্বী লক্ষ্য নিয়ে একেকজন গলফার লড়াই করতে প্রস্তুত।
ভিনদেশি গলফারদের সঙ্গে লড়াই করে দেশের বিজয় পতাকা ওড়াতে প্রস্তুত ওরা। জামাল জানিয়েছিলেন, নিজেদের চেনা কোর্সে শিরোপাটা রেখে দিতে চান। গতকাল মাহমুদুর রহমান চৌধুরীও জানালেন তাই। তিনি বলেন, 'আমি আশা করি, ট্রফিটা বাংলাদেশই রেখে দিবে। সিদ্দিকুর রহমান তো শীর্ষ ফেবারিট। তবে দুলাল, জামাল কিংবা সজীবও শিরোপা জয়ের ক্ষমতা রাখে।'
বসুন্ধরা গ্রুপের স্পন্সরশিপে প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হচ্ছে পেশাদার গলফ। দক্ষিণ এশিয়ান অঞ্চলে ভারতের পর বাংলাদেশই এশিয়ান ট্যুর টুর্নামেন্ট আয়োজন করার সুযোগ পাচ্ছে বসুন্ধরা গ্রুপের কল্যাণে। এ আয়োজন বাংলাদেশের গলফকে কেবল এগিয়েই দেবে না, সিদ্দিকুর রহমানের মতো অসংখ্য গলফারের বেড়ে ওঠার মঞ্চও প্রস্তুত করবে। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের একটাই মাইলফলক স্থাপন করতে যাচ্ছে, যার অংশ হতে আসছেন থওর্ন উইরাচান্তের মতো কিংবদন্তি গলফাররা। তবে এটা কেবল সূচনা বিন্দু। একদিন হয়তো এ টুর্নামেন্ট খেলতে ছুটে আসবেন টাইগার উডস, ররি ম্যাকলরয়, জর্ডান স্পিথ আর হেনরিক স্টেনসনদের মতো গলফাররা!