আজ ও কাল অফিশিয়াল কন্ডিশনিং ক্যাম্প। মারিও ভিলাভারায়ানের তত্ত্বাবধানে অংশ নিয়েছে প্রাথমিক স্কোয়াডের ২৩ ক্রিকেটার প্রায় সবাই। বাবার অসুস্থতার জন্য সাব্বির রহমান রুম্মন এখন ভারতে এবং রুবেল হোসেন আদালতে উপস্থিত থাকায় অনুশীলনে আসেননি। কাল আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মাশরাফি বিন মর্তুজারা ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন আরও কয়েকদিন আগে। তাই স্পষ্ট করেই বলা যায়, ক্রিকেটাররা ফিটনেস ফিরে পেতে নিজ থেকেই অনুশীলন করছেন নিয়মিত।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার পর বেশ কিছুদিন বিশ্রামে ছিলেন মাশরাফিরা। তবে পূর্ণ বিশ্রামে থাকার মতো অবস্থাও ছিল না। এক টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে পূর্ণ শক্তির ভারত আসছে ৭ জুন। ভারতের বিপক্ষে শতভাগ ঢেলে দেওয়ার জন্য নিজেদের ফিট করতে কাল থেকে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পে নেমেছেন ক্রিকেটাররা। আজ ফিটনেস ক্যাম্পের শেষ দিন। এরপরই ক্রিকেটারদের ছুটি। ক্যাম্পের অধিকাংশ ক্রিকেটারই খেলবেন বিসিএলের ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ড শেষে ১ জুন থেকে আবার অনুশীলন শুরু করবেন ক্রিকেটাররা। প্রথম দিনের ফিটনেস ক্যাম্পে ক্রিকেটারদের শারীরিক অবস্থা দেখে সন্তুষ্ট স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ মারিও ভিলাভারায়ন। কাল সকালে ক্যাম্প শুরুর আগে ক্রিকেটারদের দেড় ঘণ্টা ক্লাস করিয়েছেন ভিলাভারায়ন। তারপর রানিংসহ ফিটনেসের কাজ করেছেন ক্রিকেটাররা।
ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ভিলাভারায়ন বলেন, 'কিছু পরীক্ষা করেছি ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা কে কোন অবস্থায় আছে জানতে। বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ খেলেছেন ক্রিকেটাররা। সমস্যা ছিল না। এখন পূর্ণ ফিটনেস ধরে রাখতেই কন্ডিশনিং করছি। টানা অনেক ক্রিকেট খেলেছে ক্রিকেটাররা। আমি তাদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট।' আজও ফিটনেস নিয়ে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন ভিলাভারায়ন। ভারত সিরিজের পর দুই টেস্ট, দুটি টি-২০, তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় আসবে দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বরে আসবে জিম্বাবুয়ে ৫টি ওয়ানডে খেলতে। এ ছাড়াও আসবে ওয়েস্ট ইন্ডিজ। তাই ফিটনেস জরুরি। এ ছাড়া আগামী বছর রয়েছে টি-২০ বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। ফিটনেস ভালো রাখা খুবই জরুরি ক্রিকেটারদের, সেটাই বলেন ভিলাভারায়ন, 'এক বছর ধরে আমি বাংলাদেশ দলের সঙ্গে কাজ করছি। ফিটনেস ধরে রাখার ক্রিকেটাররা সবাই এক বছর ধরে কঠোর পরিশ্রম করছে। সকালে অনুশীলনে নামার আগে আমি ক্রিকেটারদের বলেছি, ২০১৬ সালে ব্যস্ত বছর আসছে। সামনের বছর টি-২০ বিশ্বকাপ আছে। ভালো করতে কঠিন পরিশ্রম করতে হবে। আগের বছর তারা করেছে, সেটা ভালো ছিল। কিন্তু আরও উন্নতি করতে হবে। আমি বিশ্বাস করি তারা করবেও।'