‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫’ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সিঙ্গাপুরের মারদান মামাত। বাংলাদেশের সেরা পারফরমার শাখাওয়াত সোহেল ১৯ নম্বরে আর সিদ্দিকুরের অবস্তান ৩৮ নম্বরে।
এর আগে আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ১০ নম্বর হোল থেকে টি অফ করেন ভারতের মানাফ জাইনি, তাইওয়ানের লি ছি পো, থাইল্যান্ডের মানওয়াথ মুনলি। একই সময়ে ১ নম্বর হোল থেকে টি অফ করেন ভারতের এম ধর্মা, কোরিয়ার জোয়ান কিম ও ইংল্যান্ডের সাইমন গ্রিফিত।
গতকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে শীর্ষস্থান ধরে রেখেছিলেন সিঙ্গাপুরের মার্দান মামাত। তারপরেই লিডার বোর্ডের ২ স্থানে ছিলেন ভারতের কল্যাণ যোশী। তৃতীয় অবস্থানে ছিলেন দক্ষিণ কোরিয়ার ছোমিন লি।
দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত চার দিনের এই টুর্নামেন্ট শেষে আজ বিকেলে কুর্মিটোলা গলফ ক্লাবে বসুন্ধরা বাংলাদেশ ওপেনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া।
বিশেষ অতিথি থাকবেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান ছাড়াও গ্রুপের উপদেষ্টা (জনসংযোগ) লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ, এশিয়ান ট্যুরের অ্যাসোসিয়েট ডিরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) ইরফান হামিদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আখতারুজ্জামান খান কবির, মেজর জেনারেল মাসুদ রাজ্জাকসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি দেবেন সেনাবাহিনী প্রধান। প্রাইজমানির চেক তুলে দেবেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৫/ রশিদা