‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন ২০১৫’ গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন সিঙ্গাপুরের মারদান মামাত। বাংলাদেশের সেরা পারফরমার শাখাওয়াত সোহেল ১৯ নম্বরে আর সিদ্দিকুরের অবস্থান ৩৮ নম্বরে।
এর আগে আজ শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে ১০ নম্বর হোল থেকে টি অফ করেন ভারতের মানাফ জাইনি, তাইওয়ানের লি ছি পো, থাইল্যান্ডের মানওয়াথ মুনলি। একই সময়ে ১ নম্বর হোল থেকে টি অফ করেন ভারতের এম ধর্মা, কোরিয়ার জোয়ান কিম ও ইংল্যান্ডের সাইমন গ্রিফিত।
গতকাল শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষে শীর্ষস্থান ধরে রেখেছিলেন সিঙ্গাপুরের মার্দান মামাত। তারপরেই লিডার বোর্ডের ২ স্থানে ছিলেন ভারতের কল্যাণ যোশী। তৃতীয় অবস্থানে ছিলেন দক্ষিণ কোরিয়ার ছোমিন লি।
বিডি-প্রতিদিন/ ৩০ মে, ২০১৫/ রশিদা