দ্বিতীয় ওয়ানডে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে সিরিজ নিজের করে নিয়ে পাকিস্তান। তবে পাকিস্তানের সিরিজ জয়ের আনন্দকে মাটি করে দিয়েছে ম্যাচ চলাকালে স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী বোমা হামলা। ওই হামলায় মারা গেছেন পুলিশের এক উপ-পরিদর্শক, আহত হয়েছেন বেশ কয়েকজন।
অথচ জিম্বাবুয়ে দলের সাথে প্রথমে মিথ্যা বলেছে পাকিস্তানি পুলিশ। বোমা হামলার কথা গোপন করে ‘ট্রান্সফরমার বিস্ফোরণ’ এর কথা জানিয়ে তাদেরকে স্টেডিয়াম থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়।
পরবর্তীতে অবশ্য পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ গণমাধ্যমের কাছে বোমা হামলার কথা জানান। এমন অবস্থায় সিরিজের শেষ ম্যাচ না খেলেই দেশে ফেরার ব্যাপারে বৈঠকে বসতে যাচ্ছে জিম্বাবুয়ে দল।
বিডি-প্রতিদিন/৩০ মে, ২০১৫/মাহবুব