অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সহ-অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রামে রেখে অজিঙ্কা রাহানের নেতৃত্বে আসন্ন জিম্বাবুয়ে সফরের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
ধোনি আর কোহলি ছাড়াও বিশ্রাম পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রোহিত শর্মা আর উমেশ যাদব। তবে বিশ্রাম নয়, বাজে পারফর্মের কারণে ছিটকে পড়েছেন রবীন্দ্র জাদেজা।
তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী জুলাই মাসে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত।
ভারতীয় স্কোয়াড়: অজিঙ্কা রাহানে, মুরালি বিজয়, আম্বাতি রাইডু, মনোজ প্রভাকর, কেদার যাদব, রবিন উথাপ্পা, মানিষ পান্ডে, হরভজন সিং, আকসার প্যাটেল, কার্ন শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিন্নি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা এবং সন্দীপ শর্মা।
বিডি-প্রতিদিন/২৯ জুন, ২০১৫/মাহবুব