আসন্ন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার হোম সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে 'ন্যাশনাল পলিমার'। একারণে এ সিরিজের নাম হবে 'ন্যাশনাল পলিমার ক্রিকেট সিরিজ ২০১৫' পাওয়ারড বাই ওয়ালটন।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া কো-স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি।
আগামী মাসে দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। জুলাইয়ের ৫ তারিখে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মাঠের লড়াই।
বিডি-প্রতিদিন/২৯ জুন ২০১৫/ এস আহমেদ