আসন্ন জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চলেছেন টিম ইন্ডিয়ার তরুণ তুর্কী আজিঙ্কা রাহানে। তিন বছর পর আরও একবার জাতীয় দলের ভার এসে পড়ল তাঁর কাধে। এর আগে অনুর্দ্ধ ১৯ দলের হয়ে অধিনায়কত্ব করেছেন তিনি।
আজ সোমবার সাংবাদিক সম্মেলন করে ১৫ জনের জাতীয় দলের কথা ঘোষণা করে দিল বিসিসিআই। এই সফরে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়ার ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে।
ক্লান্তির কথা মাথায় রেখে বিশ্রাম দেওয়া হয়েছে শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রোহিত শর্মা, আর অশ্বীন ও উমেশ যাদবকেও।
টানা ৭ মাসের ক্রিকেটের পর সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভরাডুবি হয়েছে ভারতীয় ক্রিকেট দলের। জিম্বাবুয়েতে তিনটি ওয়ান ডে ও দুটি টি টোয়েন্টি ম্যাচের জন্য দল গঠন করে বোর্ড এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে। একদিকে যেমন ভবিষ্যতের জন্য ইয়ং স্কোয়াডের ক্ষমতার এক দফা পরীক্ষা হয়ে যাবে, অন্যদিকে আশা করা হচ্ছে সিনিয়র ক্রিকেটাররা খানিক বিশ্রাম পেলে নিজেদের খানিকটা গুছিয়ে নিতে পারবেন।
এই সফরে ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন হরভজন সিং। এখনও ফিনিক্স হয়ে জ্বলার ক্ষমতা রাখেন কিনা পরীক্ষা হবে তারও।
২০১৩ সালের ডিসেম্বর থেকেই ভারতীয় দলে ধারাবাহিকতার নিরিখে সফলতম ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মত প্রথমসারির দলগুলির বিরুদ্ধে তাঁর শতরান রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছে তাঁর।
বিডি-প্রতিদিন/ ২৯ জুন ১৫/ সালাহ উদ্দীন