এম এ আজিজ স্টেডিয়ামে দর্শকদের অকুণ্ঠ সমর্থন আর টিম ম্যানেজমেন্টের ম্যাচ জিতলে ২ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা। সঙ্গে চেনা পরিবেশ। এ তিনে মিলে যেন উচ্চাসিত লোকাল টিম চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথম অংশ জুড়েই ছিল নীল জার্সিদের আধিপত্য। প্রথমার্ধও শেষ করে এক গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না চট্টগ্রাম আবাহনীর। ম্যাচে এগিয়ে থেকেও মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে ঢাকা মোহামেডানের কাছে ১-৩ গোলে পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় তাদের। তবে প্রশান্তির বিষয় হচ্ছে ঢাকার মতো বড় পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে মাঠ ছাড়তে হয়নি চট্টগ্রাম আবাহনীকে।
ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় অতিথি ঢাকা মোহামেডান। ঘানার ফরোয়ার্ড বাঙ্গুরার দুর্দান্ত শট রুখে দিয়ে মোহামেডানকে গোল বঞ্চিত করেন আবাহনীর গোলরক্ষক নাহিদ। এরপর থেকেই স্বাগতিক চট্টগ্রাম আবাহনী সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে মোহামেডানের বিপক্ষে। ম্যাচের ২৭ মিনিটে সুমন আলী একক প্রচেষ্টায় ঢুকে পড়েন মোহামেডানের রক্ষণ শিবিরে। তার দ্রুতগতির শটটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক রানা। পরে ওই কর্ণার থেকেই হেডে গোল করে চট্ট. আবাহনী সমর্থকদের আনন্দে ভাসান ফরোয়ার্ড চামরিন রাখাইন। ৩২ মিনিটে সমতা ফেরার সহজ সুযোগ নষ্ট করে মোহামেডানের ফরোয়ার্ডরা। একাধিকবার চেষ্টা করেও আবাহনীর জালে বল ঢুকাতে ব্যর্থ হন তারা। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও স্টাইকারদের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় দুদল। ৭০ মিনিটে ভলি করে মোহামেডানের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করে চামরিন। কিন্তু আফসাইডের কারণে তার এ গোলটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের প্রথম অংশে ১-০ গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে থাকলেও ৭৩ মিনিটে খোলস থেকে বের হয়ে আসে অতিথিরা। বাঙ্গুরা হেড করে মোহামেডানকে সমতায় ফেরান। ছয় মিনিট পর ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় মিন্টু শেখ। ৮৩ মিনিটে ম্যাচের সমতায় ফেরার সুযোগ পায় আবাহনী। কিন্তু হানিফ সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। অতিরিক্ত সময়ে তৌহিদুল আলম গোল করে চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে ঢাকা মোহামেডানের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়ী হয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা মোহামেডান। এ জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান।
শিরোনাম
- ট্রেলার উন্মোচন ঘিরে বিতর্ক, ক্ষোভে ফুঁসছেন দেবলীনা
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মানবে না : সেলিমা রহমান
- ঝালকাঠিতে হেলে পড়েছে পাঁচতলা ভবন, আতঙ্কে আশপাশের বাসিন্দারা
- শেবাচিম হাসপাতালে সচল হলো ৯৫টি অচল যন্ত্র
- আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ: মামুনুল হক
- বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা আফগানিস্তানের
- ‘আওয়ামী লীগের রাজনীতির চেতনা ছিল মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করা’
- সামনে নির্বাচনে আপনারা শাঁখা-সিঁদুর পরে ভোট দিতে যাবেন: স্বরাষ্ট্র সচিব
- সব সম্প্রদায়ের মানুষ আমাদের অগ্রযাত্রাকে শক্তি যোগাবে: উপদেষ্টা
- শেরপুরে সাংবাদিককে হত্যাচেষ্টা
- বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার দল নয় : ডা. জাহিদ
- পরিবহন সেক্টরের নিরাপত্তা নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস
- চাঁদা না পেয়ে প্রবাসীর হাতের কবজি কাটল সন্ত্রাসীরা
- নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বড় হুমকি মাদক: এড. বোরহান
- আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর
- বেগম খালেদা জিয়ার জন্মদিনে অস্ট্রেলিয়ায় দোয়া অনুষ্ঠিত
- নবীনগরে কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- চার শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
- পাহাড়ে পর্যটক সংকট
- গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের জন্য নির্বাচন অপরিহার্য : জিল্লুর রহমান
মোহামেডানের সহজ জয়
মোহামেডান ৩ : ১ চ.আবাহনী
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর