এম এ আজিজ স্টেডিয়ামে দর্শকদের অকুণ্ঠ সমর্থন আর টিম ম্যানেজমেন্টের ম্যাচ জিতলে ২ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা। সঙ্গে চেনা পরিবেশ। এ তিনে মিলে যেন উচ্চাসিত লোকাল টিম চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথম অংশ জুড়েই ছিল নীল জার্সিদের আধিপত্য। প্রথমার্ধও শেষ করে এক গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না চট্টগ্রাম আবাহনীর। ম্যাচে এগিয়ে থেকেও মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে ঢাকা মোহামেডানের কাছে ১-৩ গোলে পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় তাদের। তবে প্রশান্তির বিষয় হচ্ছে ঢাকার মতো বড় পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে মাঠ ছাড়তে হয়নি চট্টগ্রাম আবাহনীকে।
ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় অতিথি ঢাকা মোহামেডান। ঘানার ফরোয়ার্ড বাঙ্গুরার দুর্দান্ত শট রুখে দিয়ে মোহামেডানকে গোল বঞ্চিত করেন আবাহনীর গোলরক্ষক নাহিদ। এরপর থেকেই স্বাগতিক চট্টগ্রাম আবাহনী সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে মোহামেডানের বিপক্ষে। ম্যাচের ২৭ মিনিটে সুমন আলী একক প্রচেষ্টায় ঢুকে পড়েন মোহামেডানের রক্ষণ শিবিরে। তার দ্রুতগতির শটটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক রানা। পরে ওই কর্ণার থেকেই হেডে গোল করে চট্ট. আবাহনী সমর্থকদের আনন্দে ভাসান ফরোয়ার্ড চামরিন রাখাইন। ৩২ মিনিটে সমতা ফেরার সহজ সুযোগ নষ্ট করে মোহামেডানের ফরোয়ার্ডরা। একাধিকবার চেষ্টা করেও আবাহনীর জালে বল ঢুকাতে ব্যর্থ হন তারা। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও স্টাইকারদের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় দুদল। ৭০ মিনিটে ভলি করে মোহামেডানের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করে চামরিন। কিন্তু আফসাইডের কারণে তার এ গোলটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের প্রথম অংশে ১-০ গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে থাকলেও ৭৩ মিনিটে খোলস থেকে বের হয়ে আসে অতিথিরা। বাঙ্গুরা হেড করে মোহামেডানকে সমতায় ফেরান। ছয় মিনিট পর ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় মিন্টু শেখ। ৮৩ মিনিটে ম্যাচের সমতায় ফেরার সুযোগ পায় আবাহনী। কিন্তু হানিফ সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। অতিরিক্ত সময়ে তৌহিদুল আলম গোল করে চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে ঢাকা মোহামেডানের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়ী হয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা মোহামেডান। এ জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান।
শিরোনাম
- 'দাঁতভাঙা জবাব' দিয়েছে পাকিস্তান, শেহবাজের দাবি
- সৃষ্টিশীলতার মাধ্যমে সভ্যতা বিনির্মাণে প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন প্রকৌশলীরা
- রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য চাই: ব্রাহ্মণবাড়িয়ায় গোলটেবিল বৈঠকে বক্তারা
- পাকিস্তানের সঙ্গে সংঘাত ভারতকে ‘নিরাপদ বিনিয়োগ গন্তব্য’ ভাবার পথে বাধা হবে: রয়টার্স
- ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক প্রক্রিয়া নয় : খলিলুর রহমান
- গম্ভীরের সঙ্গে টানাপোড়েন? ২৪ ঘণ্টার মধ্যে অবসর নিলেন রোহিত
- বাংলাদেশিদের ভিসা চালুর অগ্রগতিতে আরব আমিরাতকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার
- কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
- উলবাকিয়া মশায় ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশে আশা দেখছেন গবেষকরা
- পারমাণবিক যুদ্ধের সম্ভাবনার হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রীর
- রোগীদের সুস্থতায় নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ : চসিক মেয়র
- সিরাজগঞ্জে আন্দোলনে আহতদের মাঝে ২ কোটি ৪৯ লাখ টাকার চেক বিতরণ
- টেস্ট থেকে অবসরের ঘোষণা রোহিত শর্মার
- দেশে প্রথমবারের মতো দুইটি ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
- পাকিস্তানে ভারতের হামলা ‘সর্বাত্মক যুদ্ধের’ ঝুঁকি বাড়িয়েছে: তুরস্ক
- পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
- পাকিস্তান-ভারত উত্তেজনার মধ্যেও চলবে পিএসএল
- রৌমারী-ভূরুঙ্গামারী সীমান্তে ৩৬ রোহিঙ্গা ও ৮ বাংলাদেশিসহ আটক ৪৪
- পাকিস্তানের হামলায় ভারতে হতাহত বেড়ে ৫৮: ভারতীয় সেনাবাহিনী
- 'শব্দদূষণ রোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই'
মোহামেডানের সহজ জয়
মোহামেডান ৩ : ১ চ.আবাহনী
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর