এম এ আজিজ স্টেডিয়ামে দর্শকদের অকুণ্ঠ সমর্থন আর টিম ম্যানেজমেন্টের ম্যাচ জিতলে ২ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা। সঙ্গে চেনা পরিবেশ। এ তিনে মিলে যেন উচ্চাসিত লোকাল টিম চট্টগ্রাম আবাহনী। ম্যাচের প্রথম অংশ জুড়েই ছিল নীল জার্সিদের আধিপত্য। প্রথমার্ধও শেষ করে এক গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না চট্টগ্রাম আবাহনীর। ম্যাচে এগিয়ে থেকেও মান্যবর প্রিমিয়ার ফুটবল লিগের দ্বিতীয় পর্বে ঢাকা মোহামেডানের কাছে ১-৩ গোলে পরাজয় বরণ করে মাঠ ছাড়তে হয় তাদের। তবে প্রশান্তির বিষয় হচ্ছে ঢাকার মতো বড় পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে মাঠ ছাড়তে হয়নি চট্টগ্রাম আবাহনীকে।
ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় অতিথি ঢাকা মোহামেডান। ঘানার ফরোয়ার্ড বাঙ্গুরার দুর্দান্ত শট রুখে দিয়ে মোহামেডানকে গোল বঞ্চিত করেন আবাহনীর গোলরক্ষক নাহিদ। এরপর থেকেই স্বাগতিক চট্টগ্রাম আবাহনী সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে মোহামেডানের বিপক্ষে। ম্যাচের ২৭ মিনিটে সুমন আলী একক প্রচেষ্টায় ঢুকে পড়েন মোহামেডানের রক্ষণ শিবিরে। তার দ্রুতগতির শটটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক রানা। পরে ওই কর্ণার থেকেই হেডে গোল করে চট্ট. আবাহনী সমর্থকদের আনন্দে ভাসান ফরোয়ার্ড চামরিন রাখাইন। ৩২ মিনিটে সমতা ফেরার সহজ সুযোগ নষ্ট করে মোহামেডানের ফরোয়ার্ডরা। একাধিকবার চেষ্টা করেও আবাহনীর জালে বল ঢুকাতে ব্যর্থ হন তারা। এরপর আক্রমণ ও পাল্টা আক্রমণ করেও স্টাইকারদের ব্যর্থতায় গোল বঞ্চিত হয় দুদল। ৭০ মিনিটে ভলি করে মোহামেডানের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করে চামরিন। কিন্তু আফসাইডের কারণে তার এ গোলটি বাতিল করে দেন রেফারি। ম্যাচের প্রথম অংশে ১-০ গোলে চট্টগ্রাম আবাহনী এগিয়ে থাকলেও ৭৩ মিনিটে খোলস থেকে বের হয়ে আসে অতিথিরা। বাঙ্গুরা হেড করে মোহামেডানকে সমতায় ফেরান। ছয় মিনিট পর ফ্রি কিক থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় মিন্টু শেখ। ৮৩ মিনিটে ম্যাচের সমতায় ফেরার সুযোগ পায় আবাহনী। কিন্তু হানিফ সহজ সুযোগ নষ্ট করায় গোল বঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। অতিরিক্ত সময়ে তৌহিদুল আলম গোল করে চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেক ঠুকে ঢাকা মোহামেডানের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত ৩-১ গোলে জয়ী হয়ে চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকা মোহামেডান। এ জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট সংগ্রহ করে এককভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহামেডান।
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
মোহামেডানের সহজ জয়
মোহামেডান ৩ : ১ চ.আবাহনী
মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর