মহেন্দ্র সিং ধোনি যদি না থাকেন তাহলে বিরাট কোহলি ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন এ ধারণা অনেকেরই ছিল। গত বছর ধোনি ও কোহলি ঢাকা সফরে আসেননি। তাই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সুরেশ রায়না। এবার তিনজনই নেতৃত্বের বাইরে। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অজিঙ্কা রাহানে। ঢাকায় তিন ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ব্যর্থতার পরিচয় দেওয়ায় তাকে পরবর্তী দুই ম্যাচে নামানো হয়নি। এ নিয়ে ভারতীয় মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছিল। ধোনির সঙ্গে দ্বন্দ্বের কারণে তাকে বাদ দেওয়া হয় এ অভিযোগও তুলেছিল কোনো কোনো মিডিয়া। সেই রায়ানের হাতে উঠছে ক্যাপ্টেনসির আর্মড। তিন সিনিয়র ক্রিকেটারকে ডিঙিয়ে কেন রাহানকে প্রথম বারের মতো নেতৃত্ব দেওয়া হলো? এ নিয়ে ও আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে। কেউ এর পেছনে দ্বন্দ্বের গন্ধও খুঁজে পাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য বিষয়টি স্বীকার করছেন না। মূলত টানা ক্রিকেট খেলার ধকল সামলাতেই নিয়মিত দলের অনেক ক্রিকেটারকে জিম্বাবুয়ে ট্যুরে বিশ্রামে রাখা হয়েছে। তবে কারো কারো বিশ্রাম আবার বাধ্যতামূলক। ধোনি, কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদবও বাদ পড়েছেন। অর্থাৎ বাংলাদেশের সিরিজ খেলা ভারতে আট জন ক্রিকেটারই জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তবে হরভজন সিং এবার ওয়ানডে দলে ফেরার সুযোগ পাচ্ছেন। মনোজ তেওয়ারি, রবিন উত্থাপা ও কেদার যাদবও ফিরেছেন ভারতীয় দলে।
দুই বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারত। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে তারা। ২০১৩ সালের শেষবারের সফরে কোহলির নেতৃত্বে ভারত জিতেছিল ৫-০ ব্যবধানে।