ফুটবলে ব্রাজিল-আর্জেন্টিনা যেমন, লাতিন আমেরিকার অন্য দুই দেশ চিলি-পেরু ঠিক তেমনই। চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলই 'রাফ অ্যান্ড টাফ' ফুটবল খেলে থাকে। এবারের কোপা আমেরিকা কাপের প্রথম সেমিফাইনালে ভোর সাড়ে ৫ টায় মুখোমুখি হয়েছিল দল দুটি। উত্তেজনার ম্যাচে পেরুকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চিলি।
দুর্দান্ত শুরু করা পেরু খেলার ২০ মিনিটের মাথায় বড় ধরনের ধাক্কা খায় কার্লোস জামব্রানো লাল কার্ড পাওয়ায়। এ সুযোগে ১০ জনের দল পেরুকে বেশ জাপটে ধরে স্বাগতিকরা। একের পর এক আক্রমণ শানাতে থাকে প্রতিপক্ষের দূর্গে। অবেশেষ ক্রস থেকে হেডে গোল করেন চিলির নেপোলির স্ট্রাইকার ভারগাস। প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে চিলি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ৬০ মিনিটের সময় পেরুর খেলোয়াড়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন চিলির গ্যারি মেডেল। এরপরেই উল্লাসে মেতে ওঠেন পেরুর খোলোয়াড়রা। কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী ছিল না। ৬৪ মিনিটের মাথায় দূর থেকে দুর্দান্ত এক শটে পেরুর জাল লক্ষ্যভেদ করেন সেই ভারগাস।
আর্জেন্টিনা বা প্যারাগুয়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে যে দল জিতবে সেই দলের সঙ্গে ফাইনাল খেলবে চিলি।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/ এস আহমেদ