টাইগারদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের বহনকারী ইকে ৫৮২ ফ্লাইট মঙ্গলবার সকাল ৮ টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আজ শুধু টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটাররা ঢাকায় এসেছেন। ওয়ানডে সিরিজের তিনদিন আগে আসবেন ওয়ানডের ক্রিকেটাররা। এরপর আসবেন টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররা।
এই সফর প্রোটিয়ারা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টি-২০, তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে। ৫ জুলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির টি-২০ ম্যাচ দিয়ে সফর শুরু করবে দক্ষিণ আফ্রিকা। তবে এর আগে ৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে সফরকারীরা।
বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে যাওয়ার কথা সফরকারী দলের। মঙ্গলবার বিশ্রামেই কাটাবেন ক্রিকেটাররা। বুধবার দুপুর ২টায় ব্যাট-বল নিয়ে প্রস্তুতি শুরু করবেন তারা।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টিতে দলের নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসিস। ১৫ সদস্যের স্কোয়াডে থাকবেন এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি ও ডেভিড মিলারের মত তারকা ক্রিকেটাররা।
৫ জুলাই বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টি-টোয়েন্টি হবে মিরপুর স্টেডিয়ামে। ৭ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১০ ও ১২ জুলাই প্রথম দুটি ওয়ানডে হবে মিরপুর স্টেডিয়ামে।
এরপর ১৫ জুলাই চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ২১ থেকে ২৫ জুলাই চট্টগ্রামেই হবে প্রথম টেস্ট। সফরের শেষ টেস্ট হবে মিরপুরে, ৩০ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। ৪ আগস্ট ঢাকা ছাড়বেন সফরকারীরা।
টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলে দেশে ফিরে যাবেন দক্ষিণ আফ্রিকার সেরা তারকা এবি ডি ভিলিয়ার্স। প্রথমবারের মতো বাবা হওয়ার স্বাদ পেতে যাচ্ছেন তিনি। এ কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে তার দেশের কর্তৃপক্ষ তাকে ছুটি দিচ্ছে।
এদিকে শর্ট ফরম্যাটে না খেললেও টেস্ট দলে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও ভ্যারন ফিনল্যান্ডার। সীমিত ওভারের ম্যাচগুলোতে দুজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/ এস আহমেদ