সামনে পবিত্র ঈদুল ফিতর। এজন্য শপিং না করলে কি হয়। অন্য সবার মতো জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান রুম্মানও ব্যস্ত শপিংয়ে। এজন্য রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদ শপিং করতে গিয়েছিলেন। সেখানে রয়েছে নায়ক ওমর সানিরও দোকান।
আর এমন সময়ই দেখা হয়ে গেলো দুই অঙ্গনের দুই তারকার। বর্তমান সেলফি যুগে একটা সেলফি না হলে কি চলে? ওমর সানি নিজেই তুলে ফেললেন সেলফি। আর সেই ছবি পোস্ট করলেন নিজের ফেসবুকে।
গত ২৮ জুন পোস্ট করা এই ছবিটির ক্যাপশন ছিল অনেকটা এমন, ‘আমার দোকানের ফ্রি জোনে সাব্বির এসেছিল। ব্যস হয়ে গেলো একটা সেলফি।’
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৫/মাহবুব