ফেসবুকে বোনের সঙ্গে ছবি পোস্ট, তারপর অশালীন মন্তব্য, পোস্ট ডিলেট, ক্ষোভ প্রকাশ অতঃপর একাত্মতা প্রকাশ করে টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজার অভিসিয়াল ফেসবুক বাংলাদেশিদের জন্য বন্ধ ঘোষণা। গত ২৫ জুন থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম অলরাউন্ডার নাসির হোসেনের সঙ্গে এই বিষয়গুলো বিশেষভাবে জড়িত। সর্বশেষ খবর হলো এসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন শত শত নাসির ভক্ত। পাশাপাশি দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার শুভকামনা এবং মাশরাফিকে ফেসবুক পেজ পুনরায় ওপেন করার অনুরোধ জানিয়েছেন।
ছুটি শেষে রংপুর থেকে ঢাকায় ফিলে অনুশীলন করছেন টাইগাররা। গতকাল সোমবার সেই অনুশীলনের একটি ছবি পেসবুক পেজে পোস্ট করেন নাসির। এরপরই ভক্তরা মন্তব্য করতে থাকেন, আমরা দুঃখিত, দয়া করে ফিরে আসুন এবং দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করুন। নাসির ভাই সবার পক্ষ থেকে দুঃখিত। নাসির ভাই, মাশরাফি ভাইকে বলেন উনার পেইজটা খুলতে, প্লিজ। এরকম শত শত মন্তব্য।
সেদিন যা ঘটেছিল: ২৫ জুন নাসির হোসেন তার ছোটবোনের সাথে তোলা একটি সেলফি তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেন। মূলত ছোট বোনের আবদার রক্ষা করতেই এ ছবি তোলা এবং ফেসবুকে পোস্ট করা। কিন্তু সেই ছবিতে অশ্লীল, কুরুচিপূর্ণ ও নোংরা মন্তব্য করে কতিপয় বিকৃত মানসিকতার ফেসবুক ব্যবহারকারী। এতে ব্যথিত হয়ে উক্ত ছবিটি ডিলিট করেন নাসির হোসেন এবং এর প্রতিবাদ জানিয়ে একটি অভিমানি পোস্ট দেন তার পেইজে।
তিনি লিখেন, “আপনাদের খারাপ মন্তব্য দেখে অনেক কষ্ট পেলাম। আমার ছোট বোনের আবদার মেটাতে তার সাথে আমার ছবি পেজে পোস্ট করেছিলাম। তাই বলে আপনারা অনেকেই বাজে মন্তব্য করেছেন। যেটা নিয়ে অনেকেই ফান পোস্টও করছেন। পোস্টটা ডিলেট করে দিলাম এখন খুশি তো? আপনাদের মত ফ্যান আমার দরকার নাই। আমাকে যারা পছন্দ করেন না তারা আমার ছবিতে লাইক দিবেন না। আমাকে ফলো করবেন না।”
এই ঘটনার পর নাসিরের সাথে করা এমন নোংরামির বিরুদ্ধে ফুঁসে ওঠে গোটা ফেসবুক। নিন্দার ঝড় বয়ে যায় এসব মন্তব্যকারীদের বিরুদ্ধে। পাশাপাশি উক্ত ঘটনায় দোষীদের শাস্তিরও দাবি জানানো হয়। আর বাংলাদেশি কিছু নোংরা মানসিকতার ফেসবুক ব্যবহারকারীদের এমন মন্তব্যে জাতীয় দলের অধিনায়ক মাফরাফি বিন মর্তুজা তার অফিসিয়াল ফেসবুক পেজটিতে বাংলাদেশকে ‘কান্ট্রি রেস্ট্রিক্ট’ করে দেন, যার ফলে বাংলাদেশের কোন ফেসবুক ব্যবহারকারীই মাশরাফির পেজটি আর দেখতে পাচ্ছেন না।
বিডি-প্রতিদিন/৩০ জুন, ২০১৫/মাহবুব