চলতি বছরের নভেম্বরেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট ক্রিকেট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে এডিলেড ওভালে ২৭ নভেম্বর থেকে শুরু হবে এই টেস্ট ম্যাচ। আর টেস্ট ম্যাচের মধ্য দিয়েই ক্রিকেটে প্রথমবারের মতো ব্যবহৃত হবে 'গোলাপি' বল।
দিবা-রাত্রির টেস্টের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সুথারল্যান্ড বলেন, 'এটি খুব চ্যালেঞ্জের বিষয়। তারপরও বলব এটা দারুণ একটা উদ্যোগ। আমাদের বিশ্বাস এর মাধ্যমে টেস্টে নতুন কিছু যুক্ত হবে।'
উল্লেখ্য, সফরকারী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে নভেম্বর থেকে। সিরিজের ২টি টেস্ট হবে দিনের আলোয়। আর একটি হবে দিবা-রাত্রির। ৫ নভেম্বর ব্রিসবেনে প্রথম টেস্ট ও ১৩ নভেম্বর পার্থে হবে দ্বিতীয় টেস্ট। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হবে ২৭ নভেম্বর (দিবা-রাত্রি)।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৫/শরীফ