চিলি শেষবারের মতো কোপা আমেরিকার ফাইনাল খেলেছিল ১৯৮৭ সালে আর্জেন্টিনার মাঠে। সেবার উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরে চতুর্থবারের মতো কোপার শিরোপাবঞ্চিত হয়েছিল চিলিয়ানরা। এই উরুগুয়ের কাছেই ১৯৫৬ সালের কোপা ফাইনালে হেরেছিল চিলি। আর্জেন্টিনার কাছে হেরেছিল তাদের প্রথম ফাইনাল ১৯৫৫ সালে। কোপা আমেরিকায় ১৯৭৯’র ফাইনালে চিলি হেরেছিল প্যারাগুয়ের কাছে। ল্যাটিন ফুটবলের অন্যতম এ ফুটবল শক্তি শৈল্পিক ফুটবল খেলে ভক্তদের মন কাড়লেও কোথাও কখনো চ্যাম্পিয়নের খেতাব জয় করতে পারেনি। একটা শিরোপা জেতার আফসোস তাদের সারা জীবনের। এই ইতিহাস বদলাতেই যেন এবার ঘরের মাঠে কোপা খেলতে নেমেছিলেন সানচেজ-ভিডালরা। গতকাল কোপা আমেরিকার চলমান আসরের প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে চিলি। ২৮ বছর পর ফাইনালে পৌঁছল দলটা!
কাগজে-কলমে পেরুর চেয়ে অনেক এগিয়ে থেকেই মাঠে নেমেছিল চিলি। ফিফা র্যাঙ্কিংয়ে চিলিয়ানরা অবস্থান করছে ১৯ নম্বরে। পেরু ৬১ নম্বরে। এই ব্যবধান চোখে পড়ল ময়দানি লড়াইয়েও। তবে পেরু হয়তো ভিন্ন ফলাফলও করতে পারত মাঠে। ল্যাটিন অঞ্চলে পেরু-চিলি লড়াইটার একটা ডাক নাম আছে- ‘প্যাসিফিক ক্ল্যাসিক’। কিন্তু ওই নামের প্রতি সুবিচার করতে পারল না পেরু। ম্যাচের ২০ মিনিটেই কার্লোস জামব্রানোর লাল কার্ড পেরুকে কোণঠাসা করে ফেলে। তবে ১০ জনের দল নিয়েও ভালোই খেলছিল পেরুভিয়ানরা। ৪২ মিনিটে ভারগাসের গোলে চিলি এগিয়ে গেলেও ৬০ মিনিটে সমতায় ফেরে পেরু। ইন্টার মিলানের ডিফেন্ডার গ্যারি মেডেলের আত্মঘাতী গোল পেরুকে সমতায় ফিরিয়েছিল। তবে ভারগাস যেন গতকাল বিজয়ের মন্ত্র জঁপেই মাঠে নেমেছিলেন। ৬৪ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে বাঁকানো শটে দুর্দান্ত এক গোল করে ২৮ বছর পর চিলিকে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে দেন এ নেপোলির স্টাইকার। এরপর আর কোনো গোলের সুযোগ পায়নি কেউ। তবে জয়ের জন্য এই ব্যবধানই যথেষ্ট ছিল স্বাগতিক চিলির।
৩০ গজ দূর থেকে গোল করে চিলির জয়ের নায়ক ভারগাসই। তার এই অসাধারণ গোলের রহস্য জানালেন তিনি ম্যাচ শেষে। ‘আমি অনুশীলনের সময় দূর থেকে শট করে গোলের চেষ্টা করেছি। এতে সফলও হয়েছি। অনুশীলনেরই ফল সেমিফাইনালের গোলটা।’ ভারগাসের মতে অনুশীলনই তাকে পারফেক্ট ফুটবলার করে তুলেছে। ফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক চিলির। এবার প্রতিপক্ষের জন্য অপেক্ষার পালা। আজ সকালেই তারা জেনে যাবে ৫ জুলাইয়ের ফাইনালে কাদের মুখোমুখি হতে হবে। কে জানে, আবার হয়তো খেলতে হবে আর্জেন্টিনার সঙ্গেই! মেসি, তেভেজ, আগুয়েরো, ডি মারিয়াদের দুর্দান্ত আর্জেন্টিনার মুখোমুখি হতে হবে হয়তো চিলিকে। কিংবা প্যারাগুয়ে হবে স্বাগতিকদের ফাইনাল প্রতিপক্ষ। যারাই ফাইনালে উঠে আসুক, চিলির সামনে প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ থাকছেই। আর্জেন্টিনা হলে ১৯৫৫ কোপা ফাইনালে পরাজয়ের প্রতিশোধ! প্যারাগুয়ে হলে ১৯৭৯ কোপা ফাইনালে পরাজয়ের প্রতিশোধ!!
শিরোনাম
- উন্নয়নশীল দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
অবশেষে ফাইনালে চিলি
রাশেদুর রহমান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর