টাইগারদের প্রতিপক্ষ টাইগার। প্রথম পক্ষে মাশরাফিরা। দ্বিতীয় পক্ষে সাকিব আল হাসানরা। জাতীয় দল ও এইচপি ইউনিটের ক্রিকেটারদের নিয়ে লাল ও সবুজ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতকাল মিরপুরে। এই ম্যাচে অবশ্য মাশরাফির লাল দল ও সাকিবের সবুজ দল সমান্তরালেই ছিলো।
প্রথমে ব্যাটিং করে করে মাশরাফির লাল দল ৯ উইকেটে ১৩৬ রান করেছে। নাসির হোসেন ৪৩ বলে অপরাজিত ৫৭ রান করেন। ইমরুল কায়েস ২৪ বলে ৩৪, মাশরাফি ১৪ ও রনি তালুকদার ১১ রান করেন। সবুজ দলের তাইজুল ৩টি, সাকিব ২টি, জুবায়ের-মুস্তাফিজ ১টি করে উইকেট পান। ১৩৭ রানের টার্গেটটা সবুজ দল পাড়ি দিয়েছিল প্রায় আট ওভার আগেই। তাই সবুজ দলকে নতুন টার্গেট দেওয়া হয় ২০ ওভারে ১৯৬ রান। সেই টার্গেট অবশ্য সাকিবের দল আর পাড়ি দিতে পারেনি। ১৮৯ রান তুলতে সমর্থ হয় সবুজ দল।
দ্বিতীয়বার সবুজ দল কাঙ্খিত গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হলেও শের-ই-বাংলায় উপস্থিত শ'দুয়েক দর্শককে উৎসবে মাতিয়েছে তাদের ব্যাটিং। তামিম ইকবাল ও এনামুল হক বিজয়ের ব্যাটে ৬ ওভারেই ৯২ রান তুলেছিল সবুজ দল। ঝড়ো ব্যাটিং করেছেন দুজনই। মাশরাফি-আরাফাত সানি-নাসিরদের বিরুদ্ধে টি-২০'র আদর্শ ব্যাটিং উপহার দিয়েছেন তামিম। আউট হওয়ার আগে তিনি ৩০ বলে ৫২ রান করেছেন। বিজয় ৩২ বলে ৪৮, সাকিব ২২ বলে ৪৩ ও আবুল হাসান রাজু ১৬ বলে ২০ রান করেন। লাল দলের সা্ব্বির ২টি, সোহাগ গাজী-আরাফাত সানি-নাসির-শফিউল ১টি করে উইকেট নেন।
ম্যাচ শেষে দুদলের ক্রিকেটাররা যখন হাত মেলাচ্ছেন মাঠে প্রবেশ করেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরাসিংহে। সঙ্গে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালস্যাল ও বোলিং কোচ হিথ স্ট্রিক। বিসিবি লাল দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা কোচকে দেখেই হাসিমুখে বলে উঠেন, কোচ ম্যাচ সমান সমান। প্রথম টার্গেটে ওরা (সবুজ দল) জিতেছে। দ্বিতীয় টার্গেটে আমরা জিতছি। তাই সব সমান সমান। মূলত প্রস্তুতি ম্যাচটা আক্ষরিক অর্থেই প্রস্তুতি হয়ে থাকলো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের প্রস্তুতি শুরু করেছে টাইগাররা। গতাকল প্রস্তুতি ম্যাচের বাতাবরণে টাইগারদের ব্যাটিং অনুশীলনটা ভালোই হলো। ৫ জুলাই টি-২০ ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আফ্রিকানদের বিপক্ষে হোম সিরিজ।