দেশ বনাম ক্লাব। লড়াইটা আগেও ছিল। তবে এমন হাঁক-ডাক দিয়ে সম্ভবত কখনোই ছিল না। বিশেষ করে রোনালদোর মতো বিশ্বসেরা ফুটবলার বলে এবারের লড়াইটা আরও প্রকট আকার ধারণ করার সম্ভাবনা দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা। আগামী বছরই ব্রাজিলের রিও শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত গ্রীষ্মকালীন অলিম্পিক। এই আসরে ফুটবল ইভেন্টে লড়াই করবে পর্তুগালও। জাতীয় দলকে পাঠাতে হবে অনূর্ধ্ব-২৩ দল। তবে ২৩-উর্ধ্ব তিন জন ফুটবলার দলে রাখা যাবে। সেক্ষেত্রে পর্তুগাল ফুটবল ফেডারেশন এরই মধ্যে রোনালদোকে দলে রাখার কথা ভাবতে শুরু করেছে। দিন কয়েক আগে পর্তুগাল অলিম্পিকে ফুটবল ইভেন্ট নিশ্চিত করেছে উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি গোমেজ বলছেন, 'রোনালদোর খেলাটা একটা সম্ভাবনা। আমরা ২৩-উর্ধ্ব তিন জন ফুটবলার দলে নিতে পারব। আর রোনালদোর আমাদের জন্য সবচেয়ে ভালো একটা অপশন।' এর অর্থই হলো, সামনের বছর লিগের শুরুর দিকে রোনালদোকে দলে পাবে না রিয়াল মাদ্রিদ। অলিম্পিক চলবে ৫-২১ আগস্ট। লিগ সাধারণত আগস্টেই শুরু হয়। রিয়াল মাদ্রিদ পর্তুগিজদের দাবি কতটা মেনে নিবে বলা মুশকিল। অবশ্য জাতীয় দলের অধিকার রয়েছে যে কোনো সময় তার ফুটবলারদের ডেকে পাঠানোৃর। পর্তুগাল যদি রোনালদোকে দাবি করে রিয়াল মাদ্রিদ আইনের সহায়তা পাবে না।