মাশরাফির মতো এবার নাসির হোসেনও নিজের ফেসবুক ফ্যান পেজ বন্ধ করে দিতে পারেন। বিষয়টি ভক্তদের জন্য দুঃসংবাদই বলা যায়। এছাড়া নাসির করবেনই বা কী! ফেসবুকে যে ধরনের নোংরামির ঝড় বয়ে যাচ্ছে তাতে ফ্যান পেজ বন্ধ করাটা নিরাপদই মনে করছেন জাতীয় দলের এ ক্রিকেটার। ঘটনাটা ভারতের বিপক্ষে ওয়ান সিরিজ শেষ হওয়ার পরের দিন। সামনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ। পুরো রমজানাটাই কাটাতে হবে মাঠে। তাই অনুশীলনে নামার আগে রংপুরের বাড়িতে ঘুরে আসতে চাইলেন। নাসিরের সঙ্গে ছিল তার বোনও। ছুটির আমেজে বিমানে উঠে বোনের সঙ্গে তুললো একটি সেলফি। একেতো ভারতের বিপক্ষে দুর্দান্ত সিরিজ জয়। তার ওপর স্বল্প দিনের ছুটি। এর চেয়ে প্রশান্তি আর কি হতে পারে। নিজের আনন্দ ভাগ করে নিতে চাইলেন ভক্তদের সঙ্গে। ফেস বুকে নিজের ফ্যান পেজে তুলে দিলেন সেই ছবি। তারকাদের ক্ষেত্রে যা হয় হু হু করে পড়তে লাগল 'লাইক'। ভক্তরা তাকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করতে লাগলেন। কিন্তু কিছু মন্তব্য এতটা কুরুচিপূর্ণ ছিল যে লজ্জায় দুঃখে ক্ষোভে নাসির নিজের পোস্টটাই সরিয়ে নেন ফেসবুক থেকে।