কোয়ার্টার ফাইনালে যে প্যারাগুয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই প্যারাগুয়েকে ৬-১ গোলে উডিয়ে দিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গেল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক চিলি।
এদিন আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেছেন অ্যাঙ্গেল দি মারিয়া। এছাড়া একটি করে গোল পেয়েছেন মার্কোস রোহো, ও হাভিয়ের পাস্তোরে, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন একটি করে গোল করেন। নিজে গোল না পেলেও চারটি গোলে সহায়তা করে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। আর প্যারাগুয়ের একমাত্র গোলটি করেন লুকাস বারিওস।
এ জয়ে কোপার সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়া উরুগুয়ের (১৫টি) পাশে বসার পথে আরেক ধাপ এগুলো আর্জেন্টিনা (১৪টি)।
চিলির কনসেপসিয়নে লিওনেল মেসির নিখুঁত ফ্রি-কিক থেকে ১৫তম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মার্কোস রোহো। প্রতিপক্ষের পোস্টের খুব কাছাকাছি থেকে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার। এরপর ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাভিয়ের পাস্তোরে।
এরপর প্যারাগুয়েকে ম্যাচে ফেরান লুকাস বারিওস। ৪৩তম মিনিটে আর্জেন্টিনার রক্ষণভাগের ব্যর্থতার সুযোগ নিয়ে সার্জিও রোমেরোকে পরাস্ত করেন সান্তা ক্রুসের বদলে নামা এই ফরোয়ার্ড। গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচেও গোল করেছিলেন এই বারিওস।
দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৫৩তম মিনিটে দুই গোল করে প্যারাগুয়ের ম্যাচে ফেরার আশা প্রায় শেষ করে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণাত্মক মিডফিল্ডার ডি মারিয়া।
এরপর ৮০ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন আগুয়েরো। প্রথমার্ধে ডি মারিয়ার মতো ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আগুয়েরোকেও নিষ্প্রভ দেখা যায়। তবে, দ্বিতীয়ার্ধে নিজের স্বরুপে ফিরতে থাকেন ইংলিশ প্রিমিয়ারের এ দুই তারকা। ডি মারিয়ার ডানদিক থেকে তুলে মারা বলে হেড করে গোলটি করেন আগুয়েরো। পরের মিনিটে মার্টিনো আগুয়েরোকে তুলে নিয়ে মাঠে নামার গঞ্জালো হিগুয়েনকে।
মাঠে নামার দুই মিনিটের মধ্যে গোল করেন হিগুয়েন। এবারো গোলের যোগানদাতা মেসি। চারবারের ব্যালন ডি’অর জয়ী মেসির বাড়ানো বল ক্লিয়ার করতে পারেনি প্যারাগুয়ের ডিফেন্ডাররা। সে সুযোগকে কাজে লাগিয়ে হিগুয়েন গোলবারে শট নেন হিগুয়েন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জেরার্দো মার্তিনোর শিষ্যরা। বাংলাদেশ সময় রবিবার ভোরে ফাইনালে চিলির বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৫/মাহবুব