ক্রিকেট অঙ্গনে নিজেকে সগৌরবে ফিরে পেতে চান ডার মারউই। তাই ৩০ বছর বয়সী এই আফ্রিকান অলরাউন্ডার এবার নিজের নাগরিকত্ব পাল্টে নেদারল্যান্ডসকে বেছে নিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলে মারউই উপেক্ষিতই ছিলেন বটে। প্রোটিয়াদের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন পাঁচ বছর আগে। এবার নিজের ক্যারিয়ারের স্বার্থেই নাগরিকত্ব বদলেছেন তিনি। গত ২৯ জুন ডাচ পাসপোর্ট পেয়েছেন মারউই। আর এর মধ্য দিয়েই প্রোটিয়াদের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হলো। তিনি দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট ক্লাব টাইটান্সের হয়ে চলতি মৌসুমসহ ৯টি মৌসুম কাটিয়েছেন।
নাগরিকত্ব পাওয়ার একদিন পর মঙ্গলবার নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মারউইকে নেদারল্যান্ডসের স্কোয়াডে রাখা হয়। কিন্তু, মূল একাদশে সুযোগ পাননি। ডাচদের নাগরিকত্ব পাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সুবিধাও পাবেন মারউই। স্থানীয় খেলোয়াড় হিসেবে অংশ নিতে পারবেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও। বর্তমানে মারউইর প্রধান লক্ষ্য ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা। বাছাইপর্বের বাধা উৎরাতে পারলেই তার লক্ষ্য পূরণ হবে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মারউই। ব্যাট হাতে ওডিআইতে ৩৯ ও টি-টোয়েন্টিতে ৫৭ রান করার পাশাপাশি নেন ১৭ ও ১৪ উইকেট। অলরাউন্ডার হলেও বাঁহাতি স্পিনার হিসেবেই তার দক্ষতা বেশি ছিল।
বিডি-প্রতিদিন/ ০১ জুলাই, ২০১৫/ রোকেয়া।