ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে চার পেসার খেলিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল বাংলাদেশ। যে দলের মূল শক্তি স্পিন, সেখানে চার পেসার খেলানো একটু বেশিই বৈকি! কোচ চন্ডিকা হাতুরাসিংহের বাজি অবশ্য বিফলে যায়নি। প্রথমবারের মতো ভারতকে হারিয়ে জিতে নেয় সিরিজ। এর আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর আত্দবিশ্বাস নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে নামছেন মাশরাফিরা। দুই দলের সিরিজ শুরু ৫ জুলাই টি-২০ ম্যাচ দিয়ে। ৭ জুলাই দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ। এরপর ওয়ানডে এবং শেষে টেস্ট সিরিজ। টি-২০ সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে প্রোটিয়ারা। সিরিজকে সামনে রেখে কাল ১৪ সদস্যের দল ঘোষণা করেছে। নির্বাচক প্যানেল স্কোয়াডে জায়গা দিয়েছেন চার স্পিনার। তবে সবাইকে চমকে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরলেন অফ স্পিনার সোহাগ গাজী। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম ডাক পেলেন সোহাগ। আঙুলের ইনজুরি পুরোপুরি সেরে না উঠায় ডাক পাননি মাহমুদুল্লাহ রিয়াদ।
গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলায় বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সোহাগ। সিরিজের মাঝপথে ফিরে আসেন দেশে। এরপর পরীক্ষা দেন। কিন্তু উতরাতে পারেননি। নিষিদ্ধ হন আবার। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি পান সোহাগ। ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করে ফিরে জাতীয় দলে। সোহাগের সঙ্গে স্কোয়াডে স্পেশালিস্ট স্পিনার রয়েছেন দুই বাঁ হাতি স্পিনার সাকিব, আরাফাত সানি এবং লেগ স্পিনার জুবায়ের হোসেন। সোহাগ যেমন চমকে দিয়েছেন। তেমনি বিস্ময়ে জন্ম দিয়েছে জুবায়েরের অন্তর্ভুক্তি। শোনা যায়, কোচের বিশেষ নজরের কারণেই দলে সুযোগ পাচ্ছেন জুবায়ের।
মাশরাফিরা এই প্রথম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ম্যাচ খেলছে ঘরের মাঠে। আগে যে দুটি ম্যাচ খেলেছিল, সবগুলোই ছিল দক্ষিণ আফ্রিকায়। প্রথমটি ছিল ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে। ওই ম্যাচটি হেরেছিল ৭ উইকেটে। পরের বছর জোহান্সবার্গের ম্যাচ টাইগাররা হেরেছিল ডিএল মেথডে। মাশরাফিরা সর্বশেষ টি-২০ খেলেন পাকিস্তানের বিপক্ষে এবং ম্যাচটিতে জয় পায় সাকিবের ব্যাটিংয়ে। তবে গত বছর টি-২০ বিশ্বকাপের টাইগারদের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। হংকংয়ের মতো দলের কাছে হেরেছিল। সেই ধাক্কা সামলে এখন ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে গত ১১ ম্যাচে ১০টি জয় পেয়েছে এবং টানা।
টি-২০ স্কোয়াড
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, আরাফাত সানি, সোহাগ গাজী, জুবায়ের হোসেন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান