মুস্তাফিজ ও রুবেলের পর এবার প্রোটিয়া শিবিরে আঘাত হানলেন নাসির হাসেন। দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান রিলি রুশোকে সরাসরি বোল্ড করেন এই টাইগার অলরাউন্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ২০ ওভারে তিন উইকেটে ৬৫ রান। বর্তমানে ব্যাট হাতে ক্রিকে আছেন ডেভিড মিলার (০৪) ও ফাফ ডু প্লেসিস (২৮)।
রবিবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামেন দুই ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। শুরু থেকে ধীরস্থির হয়ে দুই ওপেনার ব্যাট করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি ডি কক (০২)। দলীয় চতুর্থ এবং ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে ডি কককে সাব্বিবের ক্যাচে পরিণত করেন তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
এরপর ক্রিজে আসেন বাংলাদেশ সফরে ধারাবাহিকভাবে রান পাওয়া ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস। প্রোটিয়াদের এই টি-২০ অধিনায়ককে নিয়ে দলকে টেনে নিতে থাকেন ডি ভিলিয়াসের বদলে অধিনায়কের দায়িত্ব পাওয়া হাশিম আমলা। তবে তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মুস্তাফিজের মতো ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলে আমলাকে (২২) সরাসরি বোল্ড করে দেন গত তিনম্যাচে সুযোগ না পাওয়া রুবেল হোসেন। সেখান থেকে ডু প্লেসিসকে সঙ্গ দিতে মাঠে নামেন রিলি রুশো। আগের ম্যাচগুলো সফল ব্যাটসম্যান এই রুশো নাসির বলে সরাসরি বোল্ড হয়ে যান।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৫/মাহবুব