দেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড বইয়ে নাম লেখালেন বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মর্তুজা। তিনি এখন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ক্যাচ শিকারের মালিক। তার ক্যাচ সংখ্যা ৪৮টি।
রবিবার মিরপুরে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারের ক্যাচ নেওয়ার মধ্য দিয়ে তিনি এ রেকর্ড গড়েন। মাশরাফি এখন পর্যন্ত (আজসহ) ১৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। উইকেট পেয়েছেন ১৯৮টি। ১৪.৫৭ গড়ে ১৩৯৯ রান করেছেন।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৫/মাহবুব