সামাজিক যোগাযোগ মাধ্যমের সৌজন্যে এখন সমর্থকরা খুব সহজেই ক্রিকেটারদের সঙ্গে মিথষ্ক্রিয়ায় অংশ নিতে পারেন। এতে সুবিধা-অসুবিধা দুই-ই আছে। ভক্তদের অভিনন্দন-মন্তব্য সরাসরি ক্রিকেটাররা দেখে ভালো খেলতে আরও উজ্জীবিত হন। তবে নেগেটিভ প্রভাবটা অনেক বেশি। উচ্ছৃঙ্খল ভক্তদের লাগামহীন গালিও শুনতে হয় হরহামেশায়।
কয়েক দিন আগে অলরাউন্ডার নাসির হোসেন তার ফেসবুক-ফ্যানপেজে ছোট বোনের সঙ্গে সেলফি দেওয়ার পর কী কাণ্ডটাই না ঘটে গেল। -বাজে মন্তব্যে তার ওয়াল ভরে গিয়েছিল। নেপথ্যে কারণ ছিল, অনেক দিন নাসিরের অফ ফর্মে থাকা। সত্যি অদ্ভুত! ক্রিকেটের পারফরম্যান্সে কী উত্থান-পতন থাকবে না!
শুধু এক নাসির কেন, গত ছয় মাস ধরে দুর্দান্ত খেলা টিম বাংলাদেশকে নিয়েও তো গাল-মন্দ কম হয়নি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে হারের পর। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ, বিশ্বকাপের প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল, পাকিস্তানকে বাংলাওয়াশ, সবশেষে ভারতের বিরুদ্ধে সিরিজ জয় -এতো সাফল্যের পরও এক ম্যাচে হারার পরই সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে দলকে। অধিকাংশ ভক্তের মন্তব্যের সারকথা ছিল এমন -দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দেখা গেছে আসল বাংলাদেশকে!
সমালোচকদের সমালোচনার জবাবটা দ্বিতীয় ম্যাচেই দিল টিম বাংলাদেশ। -কী দুর্দান্ত ফিল্ডিং! বোলিংয়ে যেন আগুন! ২২ গজে বাংলাদেশি বোলারদের বিরুদ্ধে দাঁড়াতেই পারছিল না প্রোটিয়া ব্যাটসম্যানরা। পেসার রুবেল ফেরায় যেন পাল্টে গেছে দলের চেহারা। আগের ম্যাচে দুই পেসার ছিল, এ ম্যাচে তিন পেসার। রুবেল ৩৪ রানে নিয়েছেন দুই উইকেট।
আগের সিরিজেই ভারতকে ‘কাটার’ মেরে উড়িয়ে দিয়েছিলেন যে মুস্তাফিজ, প্রথম ওয়ানডে উইকেট না পাওয়ায় ভক্তদের সে কী হতাশা! ‘মুস্তাফিজ শেষ’ ‘প্রোটিয়াদের বিরুদ্ধে কাটার দিয়ে লাভ নেই’ -সাতক্ষীরার সুপারম্যানকে নিয়ে ফেসবুকে ভক্তদের হতাশাজনক মন্তব্য! কাল প্রোটিয়া বধের সূচনাটা হলো সেই মুস্তাফিজের হাত ধরেই। পঞ্চম ওভারেই দুর্দান্ত এক কাটারে বোকা বানিয়ে দেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কককে। ভয়ঙ্কর জেপি ডুমিনিকে যেভাবে বিভ্রান্ত করে বিদায় করে দিলেন -সত্যিই তা অপূর্ব! আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান রাবাদার বোল্ড হওয়ার দৃশ্যটি বাঘা বাঘা ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওই বলে হয়তো যে কেউ আউট হয়ে যেতেন।
নাসির হোসেন-এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য পার্টটাইম বোলার। যখনই অধিনায়ক বিশ্বাস করে তার হাতে বল তুলে দিচ্ছেন, তখনই তিনি হতাশ করছেন না। গতকালও নিয়েছেন তিন উইকেট। আগের ম্যাচের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান ডু প্লেসিস ও রুশোকে শিকার করেছেন নাসির। শেষের দিকে অ্যাবোটকে লেগবিফোরের ফাঁদে ফেলেছেন। মাত্র ২৬ রানে তিন উইকেট। ম্যাচের সেরা বোলিং ফিগার নাসিরেরই।
কেই-ই বা খারাপ বোলিং করেছেন। কাল অধিনায়ক মাশরাফি যার হাতেই বল তুলে দিয়েছেন কেউ তাকে হতাশ করেননি। সাকিব তো নিজের দায়িত্ব ঠিকই পালন করেছেন। হয়তো উইকেট পাননি কিন্তু ১০ ওভারে রান দিয়েছেন মাত্র ৩০। মাহমুদুল্লাহ রিয়াদ মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন ভয়ঙ্কর ডেভিড মিলারের উইকেট। মাশরাফি নিজেও মাত্র ১৩ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। বাংলাদেশের কোনো বোলারের বিরুদ্ধেই ওভারপ্রতি চারের বেশি রান নিতে পারেনি প্রোটিয়া ব্যাটসম্যানরা। আর মাশরাফিদের ফিল্ডিং ছিল দেখার মতো। আগের ম্যাচের সঙ্গে তুলনা করলে এ ম্যাচে প্রোটিয়াদের অন্তত ২০-২৫ রান আটকে দিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকার দুর্দান্ত ব্যাটিং লাইনআপ মিরপুরে গুটিয়ে যায় মাত্র ১৬২ রানেই।
গতকাল মাশরাফিদের শরীরী ভাষাতেই যেন লুকিয়ে ছিল জয়ের পূর্বাভাস! উদ্দীপ্ত ছিলেন ক্রিকেটাররা! খেলা চলাকালীন ফেসবুকে এক ভক্তের মন্তব্য, ‘সমালোচনা করার কারণেই দ্বিতীয় ম্যাচ ভালো খেলেই জিতেছে বাংলাদেশ!’ -সত্যিই কী তাই!
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ৪৬ ওভারে ১৬২/১০ (ডু প্লেসিস ৪১, বাহারদিন ৩৬ আমলা ২২, নাসির ৩/২৬, মুস্তাফিজ ৩/৩৮, রুবেল ২/৩৪ মাহমুদুল্লাহ ১/১৩, মাশরাফি ১/১৭)।
বাংলাদেশ ইনিংস : ২৭.৪ ওভারে ১৬৭/৩ (সৌম্য ৮৮*
মাহমুদুল্লাহ ৫০, লিটন ১৭, রাবাদা ২/৪৫, অ্যাবট ১/২২)।
ফলাফল : বাংলাদেশ ৭ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : সৌম্য সরকার (বাংলাদেশ)।
শিরোনাম
- প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো
- সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
- লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি ১৫ হাজার পরিবার
- ২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর ধরা পড়লেন যেভাবে
- রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- কুয়েতে বিষাক্ত মদ পানে ১০ প্রবাসীর মৃত্যু
- নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাইয়ে কমিটি
- ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮
- ফরিদপুরে ‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা
- ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
- ৪৬তম বিসিএস পরীক্ষা : ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ কেন্দ্র পরিবর্তন
- মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ফারজানা
- মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
- ঝিনাইদহে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে জখমের অভিযোগ
- ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির
- নগরভবনের ফটক ঘেরাও করে ফুটপাত দখলমুক্তের দাবি
- চাঁদপুরে ঝুঁকি নিয়ে পদ্মা-মেঘনায় যাত্রী পারাপার
- নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
টাইগারদের আগুনে বোলিং
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর