জুবায়ের হোসেন লিখনকে নিয়ে বেশ টানাপড়েন ছিল কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও নির্বাচক প্যানেলের সঙ্গে। বিশ্বকাপ ক্রিকেটে লেগ স্পিনারকে খেলাতে চেয়েছিলেন কোচ। কিন্তু টিম ম্যানেজমেন্ট রাজি হননি। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে শীতল লড়াই চলমান এখনো। প্রতিটি সিরিজেই একাদশ গঠন নিয়ে বিতর্ক থাকে। তাতে আরও রস ঢেলে দেয় ক্রিকেট বোর্ড। হস্তক্ষেপ করেন বিসিবি সভাপতি। এই যেমন গতকালের একাদশ গঠনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ ছিল পরোক্ষভাবে। তাতে হয়তো যোগ্য ক্রিকেটাররাই খেলছেন একাদশে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে বেঁধে দিয়েছে। কেউ কেউ আবার বলছেন বোর্ড হস্তক্ষেপ করে ভালোই করেছে। তা না হলে টাইগাররা জয় না পেয়ে সিরিজে ফিরতে পারত না।
বিশ্বকাপ ক্রিকেট, পাকিস্তান ও ভারত সিরিজে দুর্দান্ত খেলা মাশরাফিরা ছন্দ হারিয়ে ফেলেছিল হঠাৎ। টি-২০ সিরিজ এবং প্রথম ওয়ানডেতে কোনোভাবে পরিচিত মাশরাফিদের দেখা যায়নি। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা ছিলেন দায়িত্বহীন। অথচ সুযোগ সুবিধা কম পাচ্ছেন না টাইগাররা। ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে নাখোশ বিসিবি সভাপতি ম্যাচের আগের দিন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন। তাদের দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসেন একাদশ নিয়ে। সেখানে তিনি তার পরিকল্পনার কথা জানান। ক্রিকেট বোর্ড প্রধানের চাওয়া-পাওয়ার বাইরে হাঁটার সাহস পায়নি টিম ম্যানেজমেন্ট। তার অনুরোধেই কাল ফিরেছেন রুবেল হোসেন। অথচ কোচ তাকে প্রথম ওয়ানডেসহ টি-২০ সিরিজ খেলাননি। কেন তাকে নামানো হয়নি এ নিয়ে বোর্ড সভাপতি সভায় ক্ষোভ প্রকাশ করেন। মাঠে ফিরে গতকাল রুবেল দুর্দান্ত বোলিং করেন। শুধু তাই নয় বোর্ড সভাপতি মনে করেন টি-২০ সিরিজে রুবেলকে খেলানো হলে দল এমন বিপর্যয়ে পড়তো না। একাদশ নিয়ে শুধু কালই নয়, প্রতিটি সিরিজেই মতবিরোধ হচ্ছে। কোচ প্রতিটি ম্যাচে খেলাতে চাচ্ছেন লেগ স্পিনার জুবায়েরকে। দলে দুই বাঁ হাতি স্পিনার থাকার পরও তাকে স্কোয়াডে নিচ্ছেন কোচ। বিশ্বকাপে খেলাতে না পারায় নাখোশ কোচ মিডিয়ার মুখোমুখিতে একাদশ গঠনে তার অবস্থান পরিষ্কার করেন। বিসিবি সভাপতি তাকে স্বাধীনতা দিলে প্রতিটি সিরিজেই জুবায়েরকে নিচ্ছেন। ভারতের বিপক্ষে সিরিজে শেষ ওয়ানডের আগের দিন হঠাৎই জুবায়েরকে দলে নেন। অথচ ম্যাচ খেলাননি। জুবায়েরের জন্য ইনফর্ম আরাফাত সানি নিয়মিত নন একাদশে। টি-২০ সিরিজে ভালো করার পরও প্রথম ওয়ানডেতে খেলেননি আরাফাত। প্রথম ওয়ানডেতে জুবায়েরের স্পেল ছিল ৫-০-৩১-০। যাক বিসিবি সভাপতি যদি একাদশে হস্তক্ষেপ করেও থাকে তা হলে কোনো বিতর্ক থাকছে না। কারণ ম্যাচ জিতে সিরিজে ফিরেছে টাইগাররা।
শিরোনাম
- প্রয়োজনীয় ৩৩ প্রকার ওষুধের দাম কমলো
- সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব
- লালমনিরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি ১৫ হাজার পরিবার
- ২২ বছরে ১১ স্বামীকে খুন, অতঃপর ধরা পড়লেন যেভাবে
- রাঙামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
- কুয়েতে বিষাক্ত মদ পানে ১০ প্রবাসীর মৃত্যু
- নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন আবেদন যাচাইয়ে কমিটি
- ভারতে আটক ২২ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
- সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮
- ফরিদপুরে ‘কাচ্চি ভাই’কে লাখ টাকা জরিমানা
- ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার
- ৪৬তম বিসিএস পরীক্ষা : ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ কেন্দ্র পরিবর্তন
- মাদারীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন যুব উপদেষ্টা পরিষদে বাংলাদেশের ফারজানা
- মালয়েশিয়া থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা
- ঝিনাইদহে এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে জখমের অভিযোগ
- ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘোষণা যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির
- নগরভবনের ফটক ঘেরাও করে ফুটপাত দখলমুক্তের দাবি
- চাঁদপুরে ঝুঁকি নিয়ে পদ্মা-মেঘনায় যাত্রী পারাপার
- নেতানিয়াহু পথ হারিয়ে ফেলেছেন : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
একাদশ সাজিয়েছিল বিসিবি!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর