জুবায়ের হোসেন লিখনকে নিয়ে বেশ টানাপড়েন ছিল কোচ চন্ডিকা হাতুরাসিংহে ও নির্বাচক প্যানেলের সঙ্গে। বিশ্বকাপ ক্রিকেটে লেগ স্পিনারকে খেলাতে চেয়েছিলেন কোচ। কিন্তু টিম ম্যানেজমেন্ট রাজি হননি। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে শীতল লড়াই চলমান এখনো। প্রতিটি সিরিজেই একাদশ গঠন নিয়ে বিতর্ক থাকে। তাতে আরও রস ঢেলে দেয় ক্রিকেট বোর্ড। হস্তক্ষেপ করেন বিসিবি সভাপতি। এই যেমন গতকালের একাদশ গঠনে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপ ছিল পরোক্ষভাবে। তাতে হয়তো যোগ্য ক্রিকেটাররাই খেলছেন একাদশে। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে স্বল্প রানে বেঁধে দিয়েছে। কেউ কেউ আবার বলছেন বোর্ড হস্তক্ষেপ করে ভালোই করেছে। তা না হলে টাইগাররা জয় না পেয়ে সিরিজে ফিরতে পারত না।
বিশ্বকাপ ক্রিকেট, পাকিস্তান ও ভারত সিরিজে দুর্দান্ত খেলা মাশরাফিরা ছন্দ হারিয়ে ফেলেছিল হঠাৎ। টি-২০ সিরিজ এবং প্রথম ওয়ানডেতে কোনোভাবে পরিচিত মাশরাফিদের দেখা যায়নি। বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানরা ছিলেন দায়িত্বহীন। অথচ সুযোগ সুবিধা কম পাচ্ছেন না টাইগাররা। ব্যাটসম্যানদের কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংয়ে নাখোশ বিসিবি সভাপতি ম্যাচের আগের দিন ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসেন। তাদের দায়িত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে বসেন একাদশ নিয়ে। সেখানে তিনি তার পরিকল্পনার কথা জানান। ক্রিকেট বোর্ড প্রধানের চাওয়া-পাওয়ার বাইরে হাঁটার সাহস পায়নি টিম ম্যানেজমেন্ট। তার অনুরোধেই কাল ফিরেছেন রুবেল হোসেন। অথচ কোচ তাকে প্রথম ওয়ানডেসহ টি-২০ সিরিজ খেলাননি। কেন তাকে নামানো হয়নি এ নিয়ে বোর্ড সভাপতি সভায় ক্ষোভ প্রকাশ করেন। মাঠে ফিরে গতকাল রুবেল দুর্দান্ত বোলিং করেন। শুধু তাই নয় বোর্ড সভাপতি মনে করেন টি-২০ সিরিজে রুবেলকে খেলানো হলে দল এমন বিপর্যয়ে পড়তো না। একাদশ নিয়ে শুধু কালই নয়, প্রতিটি সিরিজেই মতবিরোধ হচ্ছে। কোচ প্রতিটি ম্যাচে খেলাতে চাচ্ছেন লেগ স্পিনার জুবায়েরকে। দলে দুই বাঁ হাতি স্পিনার থাকার পরও তাকে স্কোয়াডে নিচ্ছেন কোচ। বিশ্বকাপে খেলাতে না পারায় নাখোশ কোচ মিডিয়ার মুখোমুখিতে একাদশ গঠনে তার অবস্থান পরিষ্কার করেন। বিসিবি সভাপতি তাকে স্বাধীনতা দিলে প্রতিটি সিরিজেই জুবায়েরকে নিচ্ছেন। ভারতের বিপক্ষে সিরিজে শেষ ওয়ানডের আগের দিন হঠাৎই জুবায়েরকে দলে নেন। অথচ ম্যাচ খেলাননি। জুবায়েরের জন্য ইনফর্ম আরাফাত সানি নিয়মিত নন একাদশে। টি-২০ সিরিজে ভালো করার পরও প্রথম ওয়ানডেতে খেলেননি আরাফাত। প্রথম ওয়ানডেতে জুবায়েরের স্পেল ছিল ৫-০-৩১-০। যাক বিসিবি সভাপতি যদি একাদশে হস্তক্ষেপ করেও থাকে তা হলে কোনো বিতর্ক থাকছে না। কারণ ম্যাচ জিতে সিরিজে ফিরেছে টাইগাররা।
শিরোনাম
- ওয়ানডে র্যাংকিংয়ে পেছাল বাংলাদেশ
- মুফতি ফয়জুল করীমকে বরিশাল সিটির মেয়র ঘোষণার আবেদন খারিজ
- সত্যিই কি ট্রাম্পের ভয়ে পালিয়ে ইউরোপে যাচ্ছেন মার্কিনিরা?
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১৬২৬ জন
- নজরুল পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা
- রাজধানীতে চলন্ত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল নারীর
- বাংলাদেশি পাসপোর্ট পেলেন সামিত সোম, অপেক্ষা শুধু ফিফার ছাড়পত্রের
- আফতাবনগরে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- মেহেরপুরে গাঁজাসহ কারবারি আটক
- ভারতের সঙ্গে উত্তেজনায় পাকিস্তান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর স্থগিত
- পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা
- বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ‘ফিল্ড হেডকোয়ার্টার’ করবে ভারত
- ঈদুল আজহার তারিখ জানাল আমিরাত
- রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জর্জ সিমিওনের চমক
- চিকিৎসকদের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা
- খরচ কম, লাভ বেশি: দিনাজপুরে ভুট্টা চাষে অভাবনীয় সাড়া
- শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন
- যশোরে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- মাদক থেকে মুক্তি পেলেও হৃতিকের বোনের রয়ে গেছে দেহজুড়ে আঘাতের চিহ্ন
- উত্তেজনার মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান
একাদশ সাজিয়েছিল বিসিবি!
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর