কয়েক সপ্তাহ আগেই কোপা আমেরিকা খেলে গেছে জ্যামাইকা। আর্জেন্টিনা, উরুগুয়ে আর প্যারাগুয়ের মতো দলের সঙ্গেও দারুণ লড়াই করেছিল তারা। জ্যামাইকার ফুটবল যে কতটা উন্নতি করেছে তার প্রমাণ গোল্ডকাপ। ব্রাজিল বিশ্বকাপের ডার্কহর্সখ্যাত কোস্টারিকার সঙ্গে ২-২ গোলের ড্রতেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছিল জ্যামাইকা। কনকাকাফ গোল্ডকাপের বি গ্রুপে গতকাল কানাডাকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই উঠে গেল তারা। দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে জ্যামাইকার। সামনের ম্যাচ এল সালভাদরের সঙ্গে। জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে তারা পৌঁছে যাবে টুর্নামেন্টের শেষ আটে। এদিকে বি গ্রুপের ফেবারিট কোস্টারিকা টানা দুই ম্যাচ ড্র করে কিছুটা বিপদেই আছে। গতকাল তারা এল সালভাদরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। দুই ম্যাচে দুই পয়েন্ট সংগ্রহ করে কিছুটা বিপদেই আছে কোস্টারিকা। শেষ আট নিশ্চিত করতে হলে সামনের ম্যাচে কানাডার বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের।