টাইগাররা মাঠে খেলবে আর গ্যালারিতে দর্শক থাকবে না তা কি হয়। পাকিস্তান ও ভারতের বিপক্ষে প্রতিটি ওয়ানডে ম্যাচে গ্যালারি ভরপুর ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্যালারি থাকছে প্রায় ফাঁকা। দুই টি-২০ সিরিজ ও দুটো ওয়ানডে হয়ে গেলেও মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দর্শকের দেখা মেলেনি তেমনভাবে। বাংলাদেশ গতকাল দুর্দান্ত বোলিং করার পরও ২৫ হাজার আসন বিশিষ্ট গ্যালারিতে বড় জোর ১০ হাজার দর্শক দেখা গেছে। বাংলাদেশ ব্যাটিংয়ে নামার পর দর্শক এলেও তা উল্লেখ করার মতো ছিল না। কথা হচ্ছে দর্শকের দেখা মিলছে না কেন? ধারণা করা হচ্ছে রোজার জন্য দর্শকরা খেলা দেখার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন না। ওয়ানডে ম্যাচ যদি দুপুর ১২টায় শুরু হতো, তাহলে দর্শকের দেখা মিলতো। কিন্তু বিসিবি সময় পরিবর্তন করে ওয়ানডে ম্যাচ শুরু করছে বিকাল ৩টায়। এ জন্য খেলা চলাকালীন ইফতারও শুরু হয়ে যায়। গ্যালারিতে আবার ভালোভাবে ইফতারও করা যায় না। নামাজেরও ব্যবস্থা নেই।' এ জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও দর্শকদের পক্ষে খেলা দেখা সম্ভব হচ্ছে না। কথা উঠেছে দর্শকরা কি টিকিট কেটেও খেলা দেখতে আসছেন না। কেননা বিসিবির ভাষ্য অনুযায়ী এবারও সিরিজে টিকিট বিক্রি হয়েছে সন্তোষজনক। পয়সা খরচ করে টিকিট কাটবে আর খেলা দেখবে না তা আবার অবিশ্বাস্যই মনে হচ্ছে। তাহলে দর্শক না আসার রহস্যটা কি? অভিযোগ আছে বিসিবির সঙ্গে জড়িত কেউ কেউ প্রচুর টিকিট নাকি নিজেদের কাছে রেখে দেন। পরে ব্ল্যাকারদের মাধ্যমে চড়া দামে এ টিকিট বিক্রি করেন। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি টি-২০ ও ১টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ সুবিধা করতে পারেনি বলে কেউ আর কালোবাজারে টিকিট কিনতে আগ্রহ দেখাননি।