ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই বাংলাদেশ নিশ্চিত করেছিল ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা। কিন্তু এফটিপির (ফিউচার ট্যুর প্রোগ্রাম) বাইরে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে নিয়ে পাকিস্তান ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা জেগেছিল। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সে শঙ্কা দূর করে দিল বাংলাদেশ। টাইগারদের ফাঁদে ফেলতে ষড়যন্ত্র করেছিল পাকিস্তান! তাদের ধারণা ছিল বাংলাদেশ তো দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হবেই। এদিকে শ্রীলঙ্কাকে সিরিজে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে ভালো করলেই তারা র্যাঙ্কিংয়ের আটে ঢুকে পড়বে। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও যদি ভালো করে তবে তারাও টপকে যাবে বাংলাদেশকে। তখন র্যাঙ্কিংয়ে নয়ে থাকার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি মিস হয়ে যাবে বাংলাদেশের। কিন্তু এখন উল্টো নিজেদের ফাঁদেই আটকে গেল পাকিস্তান। কেননা শ্রীলঙ্কা সিরিজ কিংবা ত্রিদেশীয় সিরিজে খারাপ করলেই তাদেরকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। অথচ ত্রিদেশীয় সিরিজ না খেলে এফটিপি অনুযায়ী জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ খেললে সহজেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়ে যেত তাদের।