পারলেন না রজার ফেদেরার। আবারও জকোভিচের কাছে পরাজিত হয়ে বঞ্চিত হলেন ১৮তম গ্র্যান্ডস্লাম শিরোপা থেকে। গতকাল উইম্বলডনের ফাইনালে সুইস তারকা ফেদেরারকে ৭-৬ (৭/১), ৬-৭ (১০/১২), ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ক্যারিয়ারের নবম গ্র্যান্ডস্লাম ট্রফি জেতেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। প্রথম সেটে কঠিন লড়াই করেই জিতেছিলেন মিস্টার জোকার। তবে দ্বিতীয় সেটে এর চেয়েও কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে জিতে যান রজার ফেদেরার। পরের দুই সেটে আর তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেননি সুইস তারকা। আরও একবার গ্র্যান্ডস্লাম ফাইনালে উঠেও শিরোপাবঞ্চিত থাকতে হলো সুইস কিংবদন্তিকে।
উইম্বলডনে টানা দ্বিতীয় ট্রফি জিতলেন নোভাক জকোভিচ। গতবার অল ইংল্যান্ড টেনিস ক্লাবে উইম্বলডনের ফাইনালে রজার ফেদেরারকে পাঁচ সেটের এক মহাকাব্যিক ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন এ সার্বিয়ান তারকা। এবারেও সেই ফেদেরারকে হারিয়েই জিতলেন চ্যাম্পিয়নের মুকুট। ফেদেরার এবার জয়ের জন্য মরিয়া ছিলেন। সুইস তারকা ক্যারিয়ারের সবচেয়ে ফর্মে আছেন বলেও মন্তব্য করেছিলেন। কিন্তু নোভাক জকোভিচের সামনে তার আত্দবিশ্বাস বেশিক্ষণ টিকতে পারেনি। এ জয়ে ফেদেরারের সঙ্গে জয়-পরাজয়ের হিসাবটা সমান করে ফেললেন মিস্টার জোকার। ৪০ বারের সাক্ষাতে এখন দুজনেরই জয় ২০টি করে।