অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমলকে দলে ফেরাতে তার বোলিং এর উপর দৃষ্টি রাখছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক হারুন রশিদ জানান, 'আজমলের বোলিং নৈপুণ্যের উপর দৃষ্টি রাখার পাশাপাশি তার সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।'
ফেব্রুয়ারিতে বোলিং অ্যাকশন শুধরে পাকিস্তান জাতীয় দলে ফিরলেও বাংলাদেশ সফরে ভালো না করায় দল থেকে বাদ পড়েন আজমল। কিন্তু ইংল্যান্ডে চলমান কাউন্টি ক্রিকেটে উস্টারশায়ারের হয়ে দারুণ জ্বলে উঠেছেন এই স্পিনার। তার বোলিং নৈপুণ্যেই গত সপ্তাহে হ্যাম্পশায়ারকে পরাজিত করে উস্টারশায়ার। ১০০ রানে ৮ উইকেট শিকার করেন আজমল।
রশিদ বলেন, 'আজমল পাকিস্তান ক্রিকেটের মূল্যবান সম্পদ। আপনি তার মতো একজন বোলারকে বাতিল করে দিতে পারেন না। আগামী দিনগুলোতে জাতীয় দলের হয়ে তিনি ভূমিকা রাখতে সক্ষম হবেন।'
আজমলের প্রশংসা করে উস্টারশায়ার বোলিং কোচ ম্যাট ম্যাসন বলেন, 'আজমল সত্যিকার অর্থে নিজের সেরা ফর্মে ফিরেছেন এবং এ ধরনের নৈপুণ্য বজায় রাখতে পারলে অবশ্যই নিজ দেশের নির্বাচকদের আস্থা অর্জন করতে সক্ষম হবেন।'
বিডি-প্রতিদিন/১৩ জুৃলাই ২০১৫/শরীফ