এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ভারত। সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল তারা ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক জিম্বুাবুয়েকে।
হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল জিম্বাবুয়ে। খেলতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৭১ রান করে ভারত। মুরালি বিজয় ৭২, অধিনায়ক আজিঙ্কা রাহানে ৬৩ ও আম্বাতি রাইডু ৪১ রান করেন। ৪৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন জিম্বাবুয়ের নাভিলে মাদজিবা।
জয়ের জন্য ২৭২ রানের টার্গেটে খেলতে নেে, ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ২০৯ রান তুলেই গুটিয়ে য্য় জিম্বাবুয়ের ইনিংস। ৪টি উইকেট নিয়ে স্বাগতিকদের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন চামু চিভাভা। আর ৩২ রান করেন মুটুম্বামি। এ জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিলো সফরকারী ভারত।
উল্লেখ্য, আগামীকাল ১৪ জুলাই একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৩ জুৃলাই ২০১৫/শরীফ