সিলেট সদর উপজেলার কুমারগাঁও বাসস্ট্যান্ডে চোর অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় ১৩ বছর বয়সী শিশু শেখ সামিউল আলম রাজনকে। শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি দুষ্কৃতরা। নির্যাতনের সেই দৃশ্য মোবাইল ফোনের ভিডিওতে ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে চারদিকে শুরু হয় তোলপাড়া। সমালোচনার ঝড় বইয়ে যায় সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। সাধারণ মানুষ, ছাত্র, ব্যবসায়ী থেকে শুরু করে বাদ যায়নি দেশের তারকারাও। এদেরই একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার দুপুরে মুশফিকুর রহিম তার ফেসবুক ফেরিফাইড পেজে লিখেছেন, একটি নিষ্পাপ শিশুকে নির্যাতন করে মেরে ফেলার মতো বড় অপরাধ মনে হয় আর নেই। শিশু নির্যাতনকে না বলুন! একইভাবে ইংরেজিতে লিখেছেন, দিয়ার ক্যান নেভার বি এ ওয়ার্স ক্রাইম দ্যান অ্যাবিউজিং এন ইনোসেন্ট চাইল্ড টু ডেটথ। সে নো টু চাইল্ড অ্যাবিউজ!
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৫/মাহবুব