চলতি ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ ও দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে অংশ নিতে চট্টগ্রামে গেলেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।
সোমবার বিকেল ৪টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে তারা পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্থানীয় কর্মকর্তারা। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে নিয়ে যাওয়া হবে।
এদিকে, সন্ধ্যায় টাইগারদের সম্মানে হোটেল রেডিসন ব্লুতে ইফতার পার্টির আয়োজন করেছে দেশের অন্যতম বৃহৎ মোবাইল ফোন অপারেটর ‘রবি আজিয়াটা লিমিটেড’। সেখানে মাশরাফির দলের অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানোর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেরও প্রথমটিতে জয় পায় প্রোটিয়ারা। রবিবার দ্বিতীয় ওয়ানডেতে উড়তে থাকা সেই দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে আনেন টাইগাররা। আগামী ১৫ জুলাই জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৬ জুলাই ঢাকায় ফিরবেন উভয় দল।
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৫/মাহবুব