তারা শুধু টেনিট কোর্টেই কৃতিত্ব দেখান না, ড্যান্স ফ্লোরেও কম যান না- সেটাই প্রমাণ করলেন সেরেনা উইলিয়াম ও নোভাক জকোভিচ। হ্যা তাই, কোর্টের ফর্মটাকে এবার নাচের মঞ্চে টেনে আনলেন এ দুই সেরা টেনিস তারকা। ড্যান্স ফ্লোরে দারুণ নাচই নাচলেন দু'জন। আর সেই নাচে বিমোহিত হলেন ভক্তরা, ঠিক যেমন তারা হন টেনিস কোর্টে সেরেনা-জকোভিচের খেলা দেখে।
সদ্যই টেনিসের ঐতিহ্যবাহী আসর উইম্বলডনের শিরোপা জিতেছেন এই দুই তারকা। সেরেনা জিতেছেন প্রমীলা এককে, জকোভিচ পুরুষ একেকে। টেনিস বিশ্বে যে চারটি বড় (গ্র্যান্ডস্ল্যাম) আসর রয়েছে, উইম্বলডন এরই একটি। স্বভাবতই শিরোপা জিতে দারুণ উচ্ছ্বসিত টেনিসের মার্কিন কৃষ্ণকলি সেরেনা উইলিয়াম ও সার্বিয়ান তারকা জকোভিচ। আর তাই তো নাচের মঞ্চে বিরামহীন নেচে যেতে একটুও ক্লান্ত হননি এই দুই তারকা।
রবিবার রাতে উইম্বলডন বিজয়ীদের সন্মানে লন্ডনের গিল্ডহলে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়ন্স বল, ডিনার পার্টি। সেখানে সেরেনা যেন আবির্ভূত হয়েছিলেন ডিসনি প্রিন্সেস বা রাজকন্যার রূপ ধারণ করে। রত্নখচিত ক্রিম রংয়ের লম্বা ঝুলের পোশাক আর বাহারি চুলের আকর্ষণীয় স্টাইলে সেরেনাকে দেখে বোঝার উপায় ছিল না টেনিস কোর্টের শর্ট স্কার্টের সেই নারী ইনিই, যিনি কোর্টে নিষ্ঠুরভাবে প্রতিপক্ষকে ঘায়েল করেন। নোভাক জকোভিচের ক্ষেত্রেও তাই। কোর্টে যিনি নিষ্ঠুরতার সর্বোচ্চ মাত্রা ছুঁতে পারেন, কালো-সাদা পোশাকে সজ্জিত হয়ে তিনি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নমনীয় চেহারায়।
এক সময় অনুষ্ঠানে নাচের মঞ্চে একত্রে উঠে পড়লেন দু'জন, এরপর নাচের দক্ষতা দেখাতে শুরু করলেন। সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়লো পুরো হল। আর ইউটিউব ভিডিওর কল্যাণে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ভক্তরাও বিমোহিত হয়েছেন সেরেনা-জকোভিচের এ উইম্বলডন নৃত্য দেখে।
নাচের ভিডিও দেখতে ক্লিক করুন:https://www.youtube.com/watch?v=7uRpNJ6M0As#t=15
বিডি-প্রতিদিন/১৩ জুলাই ২০১৫/ এস আহমেদ