বিশ্বজুড়ে উত্তেজনার ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সাসপেন্সের পর্দা উঠছে আজ। ঠিক দুই বছর আগে ভারতের এই ঘরোয়া ক্রিকেটে যে দুর্নীতি আছড়ে পড়েছিল সেই সাসপেন্সের পর্দা উঠছে আজ মঙ্গলবার।
১৬ মে ২০১৩। যে দিন থেকে আইপিএলকে ঘিরে একের পর এক ক্রিকেট-কলঙ্কের উন্মোচন শুরু। নয়াদিল্লিতে স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল শান্তকুমার শ্রীসন্থসহ তিন রাজস্থান রয়্যালস ক্রিকেটারকে। নয়া দিল্লিরই লোধি রোডে দু’বছর পর সেই বৃত্ত মঙ্গলবার মোটামুটি শেষ হতে চলেছে। যেখানে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিচারপতি লোঢা কমিশন অভিযুক্ত দুই আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংগস এবং রাজস্থান রয়্যালস নিয়ে তাদের রায় জানাবেন। গুরুনাথ মইয়াপ্পন ও রাজ কুন্দ্রার শাস্তির পরিমাণ কী হচ্ছে। এ ছাড়া জানা যাবে আইপিএলে এমএস ধোনি-স্টিভ স্মিথদের ভাগ্যে এবার কী অপেক্ষা করছে?
রায় ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে ক্রিকেটমহল যে তুমুল চর্চায় ডুবে থাকবে, স্বাভাবিক। সবচেয়ে বেশি আলোচনা চলছে, ধোনি-রায়নাদের ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে। লোঢা কমিশন যদি দুই ফ্র্যাঞ্চাইজিকে নির্বাসন-দণ্ড দিয়ে দেয়, তাহলে নতুন করে আইপিএল ভাবতে হতে পারে ধোনিদের। দুই ফ্র্যাঞ্চাইজি ও তাদের সংশ্লিষ্ট মালিকদের ঘিরে কঠিনতম রায়ই নাকি আসছে। বিহার ক্রিকেট সংস্থার সচিব ও আইপিএল মামলার পিটিশনার আদিত্য বর্মা ইতোমধ্যেই ঘোষণা করে দিয়েছেন যে, দৃষ্টান্তমূলক শাস্তিই নাকি আসছে। বিপরীত মতও আছে। মনে করা হচ্ছে, নির্বাসন নয়। বিশাল অঙ্কের জরিমানা করে ছেড়ে দেওয়া হবে দুই ফ্র্যাঞ্চাইজিকে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই, ২০১৫/ রোকেয়া