দুর্নীতির দায়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল'র সবচেয়ে সফল দল মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে রাজস্থান রয়্যালসকেও একই মেয়াদে নিষিদ্ধ করা হলো।
আইপিএল কেলেঙ্কারিসংক্রান্ত বিশেষ একটি কমিশন আজ এ রায় ঘোষণা করেন। সেই কমিশন আজ তার রায় পড়ে শোনাচ্ছেন। তাতে মূলত এই দুই দল আর দলের কর্ণধারদের সাজা দেওয়া হয়েছে। চেন্নাই সুপার কিংসের অন্যতম মালিক, আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন। আজীবন নিষিদ্ধ হয়েছেন রাজস্থান রয়্যালসের অন্যতম কর্ণধার, অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্ড্রাও।
বিচারপতি অারএম লোধার নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি কমিটি এ রায় প্রদান করছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার
তবে এ ব্যাপারে এখনো ধোনি কিংবা চেন্নাই দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দল নিষিদ্ধ থাকলে খেলোয়াড়েরা অন্য দলে চলে যাবেন কিনা তাও এখনো নিশ্চিত নয়। সেই সম্ভাবনাই এখন বেশি। এই দুই দলের বদলে আইপিএলের পরবর্তী আসরে নতুন কোনো দল যুক্ত হবে কিনা কিংবা আইপিএল সাত দলে নেমে আসবে কিনা—এই সিদ্ধান্ত এখন নেবে বিসিসিআই ও আইপিএলের নির্বাহী পরিষদ। নিষেধাজ্ঞার কারণে পরবর্তী চ্যাম্পিয়নস লিগেও খেলতে পারবে না চেন্নাই।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৫/শরীফ