বিশ্বের সবচেয়ে বেশি অর্থ প্রবাহসংবলিত টি-২০ লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্নীতির দায়ে নিষিদ্ধ হয়েছেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন ও অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজস্থান রয়্যালসের সহমালিক রাজ কুন্দ্রা। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারপতি আরএম লোধার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের একটি বিশেষ প্যানেল আজ তাদেরকে সব ধরনের ক্রিকেট কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করেন।
আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পন আইপিএলের সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংসের অন্যতম কর্ণধার। ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে সবচেয়ে বেশিবার উচ্চারিত নাম অবশ্য রাজস্থান রয়্যালস। এই দলটির মালিক, বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা।
এদিকে, আইপিএল'র সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য টুর্নামেন্ট থেকে বহিস্কার করার সুপারিশ করেছেন বিচারপতি লোধা প্যানেল। অবৈধ ম্যাচ গড়াপেটা তদন্তে দল দুটির সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ার এ সুপারিশ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৪ জুলাই ২০১৫/শরীফ