জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের হোয়াইওয়াশ করলো ভারত। তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৮৩ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া।
এর আগে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মাত্র ৪ রানের জয় পায় ভারত। কিন্তু, দ্বিতীয় ম্যাচে ৬২ রানের দাপুটে জয় তুলে নেয় সফরকারীরা।
হারারেতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেটে ২৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় রাহানে-বিজয়রা। ভারতের হয়ে এ ম্যাচে অভিষেক ঘটে মানিশ পান্ডের।
জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪ বল বাকি থাকতেই ১৯৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন ওপেনার চামু চিবাবা। রেগিস চাকাবা ২৭ ও রিচমন্ড মুতুম্বামির ব্যাট থেকে আসে ২২ রান।
ভারতের হয়ে তিনটি উইকেট নেন স্টুয়ার্ট বিনি। এছাড়াও দুটি করে উইকেট লাভ করেন মোহিত শর্মা, হরভজন সিংহ ও আকসার প্যাটেল।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৮২ রানে চার উইকেট হারায় ভারত। তবে পঞ্চম উইকেট জুটিতে ১৪৪ রান তোলেন পান্ডে ও কেদার যাদব। অভিষেক ম্যাচেই ৭১ রানের অসাধারণ ইনিংস উপহার দেন পান্ডে।
ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন যাদব। এ ডানহাতি ব্যাটসম্যান ১০৫ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ১২টি চার ও একটি ছয়ের মার রয়েছে।
জিম্বাবুয়ের হয়ে নেভিল মাদজিবা দুটি উইকেট লাভ করেন। একটি করে উইকেট নেন চাবাবা, হ্যামিল্টন মাসাকাদজা ও প্রসপার উতসেয়া।
উল্লেখ্য, ১৭ ও ১৯ জুলাই দুদলের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/ ১৪ জুলাই ১৫/ সালাহ উদ্দীন