তিন হাফ সেঞ্চুরি
চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে আরেকটা রেকর্ড গড়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। দুই দলের মধ্যে আগে আটটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হলেও টাইগারদের হয়ে ইনিংসে তিনটি অর্ধশতক বা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলতে পারেননি বাংলাদেশি ব্যাটসম্যানরা। নবম টেস্টে এসে সে অপেক্ষা ঘুচল টাইগারদের। চট্টগ্রাম টেস্টে এসে প্রোটিয়ার বিরুদ্ধে তিনটি অর্ধশত রানের ইনিংস খেলেন তামিম, রিয়াদ ও লিটন দাশ; যার মধ্যে তামিম করেন ৫৭, রিয়াদ ৬৭ আর লিটন দাশ ৫০।
ওভারে সেঞ্চুরি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ইনিংস খেলেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। চট্টগ্রাম টেস্টে প্রোটিয়াদের বিশ্বসেরা বোলিং লাইনের বিরুদ্ধে ১১৬.১ ওভার দাঁড়িয়ে ছিলেন টাইগাররা। এর আগে ইস্ট লন্ডনে আফ্রিকান সিংহদের বিপক্ষে ৮৭.৫ ওভার ব্যাটিং করেছিল বাংলাদেশ। গতকাল আগের সে রেকর্ডটাকেই টপকে গেলেন সাকিবরা। ইস্ট লন্ডনে ২৫২ রান করেছিল টাইগাররা। এবার করল ৩২৬ রান।
ষষ্ঠ উইকেটে রেকর্ড
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের হয়ে টেস্টে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি গড়েছেন সাকিব আল হাসান ও উইকেটরক্ষক লিটন দাশ। তাদের গড়া ৮২ রানের জুটিটি ষষ্ঠ উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ রানের রেকর্ড। আগে এ রেকর্ডটিতেও অংশীদার ছিলেন সাকিব।
১ ওভারে ১৮ রান!
বাংলাদেশি পেসার মোহাম্মদ শহীদ। বিপরীতে দাঁড়িয়ে প্রোটিয়া অফ স্পিনার সিমন হারমার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে তৃতীয় দিনে এ দুজনের লড়াইয়ে এগিয়ে ছিলেন শহীদ। স্বাগতিকদের প্রথম ইনিংসের ১০৪তম ওভারে হারমারকে তুলাধোনা করে ১ ওভারেই শহীদ তুলে নেন ১৮ রান। প্রথম বলে ৪, দ্বিতীয় বল ডট, তৃতীয় ও চতুর্থ বলে ৪, পঞ্চম বল ডট ও ওভারের শেষ বলে ৬-এর সাহায্যে তিনি তুলে নেন ১৮ রান।
এই প্রথম
দক্ষিণ আফ্রিকার সঙ্গে এর আগে টাইগাররা টেস্ট ম্যাচ খেলেছে আটটি। এর মধ্যে একটি ছাড়া বাকি সব কটিতেই ছিল ইনিংস পরাজয়। কিন্তু চট্টগ্রামে অনুষ্ঠিত নবম টেস্টে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে লিড নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২৪৮ রান। এরপর বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩২৬ রান, যা অতিথিদের থেকে বাংলাদেশকে এগিয়ে রেখেছিল ৭৮ রানে।
-মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম