বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে এই টেস্টের অার মাত্র একদিন বাকি আছে। অথচ উভয় দলই মাত্র এক ইনিংস করে খেলতে পেরেছে। তাই শেষ দিনে ম্যাচটি নিশ্চিত ড্র হবেই বলে মনে হচ্ছে।
এর আগে গতকাল তৃতীয় দিন শেষে সফরকারী দক্ষিণ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশের চেয়ে তারা এখনো ১৭ রানে পিছিয়ে আছে। প্রোটিয়ারা তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে সব কটি উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে। ফলে স্বাগতিকরা ৭৮ রানের লিড পায়।
উল্লেখ্য, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার শেষ ও দ্বিতীয় টেস্ট ৩০ জুলাই মিরপুরে অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই ২০১৫/শরীফ