ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ ফুটবলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে পরাজিত করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে এ ম্যাচে গোল পেয়েছেন রিয়ালের সেরা তারকা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া একটি করে গোল করেছেন দলের ফরাসি তারকা করিম বেঞ্জেমা, পুর্তগিজ খেলোয়াড় পেপে ও রাশান ফুটবলার ডেনিস চেরিসেভ। অন্যদিকে ম্যানসিটির পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেছেন আইভরি কোস্টের তারকা ইয়াইয়া তুরে।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচের ২১ মিনিটে বেঞ্জেমার গোলে এগিয়ে গিয়েছে রিয়াল মাদ্রিদ। এর ৪ মিনিট পরই ব্যবধান ২-০ করেছেন রোনালদো। ৪৪ মিনিটে পেপে গোল করলে ৩-০ গোলে এগিয়ে থাকা রিয়াল পুরোপুরিই ম্যাচের ফল নিজেদের অনুকূলে নিয়েছে। তবে প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+) পেনাল্টি থেকে গোল করে ম্যানসিটির ম্যাচে ফেরার সম্ভাবনা জাগিয়ে রাখে তুরে।
দ্বিতীয়ার্ধে দুই দলই গোল পেতে আক্রমণ পাল্টাআক্রমণ চালালেও কাক্ষিত গোলের দেখা পাচ্ছিল কোনো দল। এরইমধ্যে ৭৩ মিনিটে ডেনিস চেরিসেভ গোল করে রিয়ালকে ৪-১ এগিয়ে দেন। ম্যাচের বাকি সময়ে কোনো দল আর গোলের দেখা না পাওয়া ওই ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
আগামী শনিবার এই আসরে একে অন্যের মুখোমুখি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও গত মৌসুমে ট্রেবলজয়ী স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৫/মাহবুব