একটা সময় ছিল যখন প্রায় পরাজয়ের স্বাদ নিতে হতো টাইগারদের। কিন্তু দিন বদলেছে। এখন প্রায় প্রতিপক্ষকে পরাজিত করতে জানে সেই টাইগাররা। অর্থাৎ মাঠে নামলে এখন হার নয়, জয় পাওয়াটা ডাল-ভাতে পরিণত করেছেন মাশরাফি-সাকিবরা। সম্প্রতি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে হোয়াইটওয়াশ, দু'বারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত এবং টেস্টের এক নম্বর দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় সেটায় প্রমাণ করে।
তাছাড় বিশ্বের সব বড় বড় ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দিয়ে এখন লড়াই করছে বাংলাদেশের ক্রিকেটাররা। শীর্ষ অলরাউন্ডারদের তালিকায় প্রথম নামটি প্রায় নিজের করে নিয়েছেন সাকিব আল হাসান। শুধু টেস্ট কিংবা টি-২০ নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার সাকিব।
দল হিসেবে বাংলাদেশ উন্নতি করছে। ঘরের মাঠে টানা সিরিজ জয় তারই প্রমাণ। দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর পর ক্রিকেটের অন্যতম পরাশক্তি দক্ষিণ আফ্রিকাকেও হারিয়েছে বাংলাদেশ। এবার টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপটের সঙ্গে লড়াই করেছে। কিন্তু বৃষ্টির কারণে দুই দলের ক্রিকেটীয় যুদ্ধ থেমে আছে।
চট্টগ্রাম টেস্টের চারদিন কেটেছে। চার দিনে বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের ১৩৯.৫ ওভার নষ্ট হয়েছে। ফলাফল পাওয়ার সম্ভবনা কম! বর্ষা মৌসুমে টেস্ট ম্যাচ কেন? প্রশ্নটা দলের ম্যানেজার ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের কাছে ছুঁড়ে দিতেই তিনি জানালেন, ‘শিডিউল
সমস্যা। বিশ্বের বড় বড় দলগুলো সবসময় আমাদের সঙ্গে খেলতে চায় না।দক্ষিণ আফ্রিকা এ সময়টাতে খেলতে আগ্রহী বলে বলে আমাদের এখন খেলার আয়োজন করতে হয়েছে।’
তবে সুজন আশা ব্যক্ত করে বলেন, ‘আমরা যেভাবে এখন খেলছি, আগামীতে যদি সেভাবে খেলতে পারি তাহলে বড় দলগুলোর শিডিউল পেতে কোনো সমস্যা হবে না। যারা খেলতে অনিচ্ছুক তখন তারাও আমাদের বিপক্ষে খেলতে আগ্রহ প্রকাশ করবে।’
বিডি-প্রতিদিন/২৪ জুলাই, ২০১৫/মাহবুব