বিশ্বের বিপণনযোগ্য ক্রীড়াবিদদের তালিকায় দুই গ্রেট ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলেছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বাস্কেটবল তারকা কোবি ব্রায়ান্ট ও জ্যামাইকান বিদ্যুৎ উসাইন বোল্টকেও টপকে গেছেন ভারতীয় অধিনায়ক। লন্ডন স্কুল অব মার্কেটিং- এর করা এই তালিকায় নবম স্থানে রয়েছেন ধোনি। দশম স্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি রয়েছেন ১৩তম স্থানে। তালিকার শীর্ষে রয়েছেন টেনিসের ১৭টি গ্র্যান্ডস্লামজয়ী সুইস তারকা রজার ফেদেরার। দুই নম্বরে রয়েছেন গলফ কিংবদন্তি টাইগার উডস। এ ছাড়া শীর্ষ দশে রয়েছেন নোভাক জকোভিচ, ফিল মিকেলসন, লেব্রন জেমস। তালিকার ১৫তম স্থানে রয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ তালিকা তৈরি করতে লন্ডন স্কুল অব মার্কেটিং ক্রীড়াবিদদের বার্ষিক আয়, পৃষ্ঠপোষকদের কাছ থেকে প্রাপ্ত অর্থ, মিডিয়ায় তাদের প্রভাব, জনপ্রিয়তা- সব মিলে ক্রীড়াবিদদের 'ব্র্যান্ড ভেল্যু' নির্ধারণ করা হয়েছে।
ধোনি ছাড়া সেরা ২০-এ আর কোনো ক্রিকেটার জায়গা পাননি। তবে ৭ টেনিস তারকা, ৪ জন বাস্কেটবল খেলোয়াড় এবং তিনজন করে ফুটবলার ও গলফার রয়েছেন। শুধু এ তালিকাতেই নয়, ফোর্বস ম্যাগাজিনের শীর্ষ ১০০ ক্রীড়াবিদের তালিকায় নিয়মিতই জায়গা পেয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। তার বর্তমান বার্ষিক আয় ৩ কোটি ১০ লাখ ডলার। ধোনির আয়ের বেশির ভাগই আসে বিভিন্ন পণ্যের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হওয়ায়।