প্রথমবারের মতো কোপা আমেরিকা কাপ জিতেছে চিলি। ফাইনালে হারিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনাকে। চিলিকে চ্যাম্পিয়ন করতে অসাধারণ দক্ষতার পরিচয় রাখেন আর্তুরো ভিদাল। ভিদাল গত মৌসুমে খেলেছেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে। তবে আসন্ন মৌসুমে এই চিলিয়ান খেলবেন জার্মানির ফুটবল জায়ান্ট বায়ার্ন মিউনিখে। দলটির সিইও কার্ল হেইঞ্জ রুমেনিগা ভিদালের বিষয়টি নিশ্চিত করেছেন। জার্মান ক্লাবটি কদিন আগে দলে ভিড়িয়েছে ব্রাজিলিয়ান মিড ফিল্ডার দগলাস কস্তাকে। ভিদালকে নেওয়ার বিষয়ে বায়ার্ন ও জার্মানির সাবেক অধিনায়ক রুমেনিগা বলেন, 'দুই পক্ষ সমঝোতায় পৌঁছেছে। দলে যোগ দেওয়া এখন আর কোনো সমস্যা নয় ভিদালের।'