দুর্নীতি মামলায় বিপদে ফিফা। সভাপতি নির্বাচিত হয়েও সরে দাঁড়িয়েছেন সেপ ব্ল্যাটার। গ্রেফতার হয়েছেন একাধিক শীর্ষ কর্মকর্তা। এমন উদ্ভুত পরিস্থিতির পরও কাল ফিফা ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ফিকশ্চার প্রকাশ করেছে। ৩২ দেশের এ ফুটবল মহাযজ্ঞের উদ্বোধনী ম্যাচ ১৪ জুন। ফাইনাল ১৫ জুলাই। উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। ১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সেইন্ট পিটার্সবাগে। ১০ জুলাই প্রথম সেমিফাইনাল সেইন্ট পিটার্সবার্গে এবং ১১ জুলাই দ্বিতীয়টি লুঝনিকি স্টেডিয়ামে। দ্বিতীয় রাউন্ড ৩০ জুন এবং ১, ২ ও ৩ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৬ ও ৭ জুলাই। ৩২ দেশ আট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে ১২ ভেন্যুতে। এর মধ্যে দুটি ভেন্যু রাজধানী মস্কোয়। লুঝনিকি স্টেডিয়াম ছাড়া বাকিটা স্পার্টাক স্টেডিয়াম। বিশ্বকাপের বাকি ভেন্যুগুলো- একতারিনবার্গ, কালিনিনগ্রাদ, কাজান, নিঝনি নভোগ্রাদ, রস্তোভ অন ডন, সেইন্ট পিটার্সবার্গ, সামারা, সারানস্ক, সোচি ও ভোলোগ্রাদ।