বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অ্যাস্ট্রোটার্ফ ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৪ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্ব। দুই ভাগে ভাগ হয়ে খেলবে ময়মনসিংহ, সাতক্ষীরা, খুলনা, দিনাজপুর, নারায়ণগঞ্জ, রংপুর, টাঙ্গাইল ও রাজশাহী জেলা। চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে ১৮-২৫ মে সারা দেশের ছয় ভেন্যুতে অংশ নিয়েছিল ৩৪ জেলা। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন ও সেরা রানার্স আপ হিসেবে দিনাজপুর ও রাজশাহী জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে। টুর্নামেন্ট আজ শুরু এবং ফাইনাল ২ আগস্ট। ফাইনাল হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার্স আপ পাবে ২৫ হাজার টাকা।